ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ নিয়ে ঘোরাঘুরি করছিল! খবর পেয়ে গ্রেফতার করল পুলিশ

Last Updated:

নতুন করে নিষিদ্ধ কাফ সিরাপ-সহ মুর্শিদাবাদে গ্রেফতার করা হল এক যুবককে। যুবকের থেকে ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়।

ফেনসিডিল
ফেনসিডিল
মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়: দিন কয়েক আগেই নদিয়ায় নিষিদ্ধ কাফ সিরাপের দখলকে ঘিরে বিএসএফ পুলিশ হাতাহাতির ঘটনা দেখেছিল গোটা বাংলা। আর এসবের মধ্যেই এবার নতুন করে নিষিদ্ধ কাফ সিরাপ-সহ মুর্শিদাবাদে গ্রেফতার করা হল এক যুবককে। যুবকের থেকে ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মুর্শিদাবাদের সাগর পাড়া থানার অন্তর্গত চারা বটতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান চালানোর সময় এক যুবককে সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তখনই তাকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশের তল্লাশি চালানোর সময় ওই যুবকের থেকে ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ পাওয়া যায়। আর তারপরই পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম সাইফ সরকার। তিনি সাগর পাড়া থানা এলাকার বাসিন্দা।
advertisement
advertisement
যদিও ঠিক কী কারণে ওই যুবক সীমান্তবর্তী এলাকায় এত সংখ্যক নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন তা জানা যায়নি। পুলিশ ধৃতকে সোমবার আদালতে পেশ করে।
advertisement
নিষিদ্ধ এই কাফ সিরাপ বাংলাদেশ পাচার করার উদ্দেশ্যেই ওই যুবক সীমান্তবর্তী এলাকায় ঘোরাফেরা করছিলেন কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনার সঙ্গে আর কে কে যুক্ত এবং এর সঙ্গে আন্তর্জাতিক কোনও পাচার চক্র জড়িয়ে রয়েছে কিনা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ নিয়ে ঘোরাঘুরি করছিল! খবর পেয়ে গ্রেফতার করল পুলিশ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement