ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ নিয়ে ঘোরাঘুরি করছিল! খবর পেয়ে গ্রেফতার করল পুলিশ
- Published by:Madhab Das
- local18
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
নতুন করে নিষিদ্ধ কাফ সিরাপ-সহ মুর্শিদাবাদে গ্রেফতার করা হল এক যুবককে। যুবকের থেকে ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়।
মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়: দিন কয়েক আগেই নদিয়ায় নিষিদ্ধ কাফ সিরাপের দখলকে ঘিরে বিএসএফ পুলিশ হাতাহাতির ঘটনা দেখেছিল গোটা বাংলা। আর এসবের মধ্যেই এবার নতুন করে নিষিদ্ধ কাফ সিরাপ-সহ মুর্শিদাবাদে গ্রেফতার করা হল এক যুবককে। যুবকের থেকে ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মুর্শিদাবাদের সাগর পাড়া থানার অন্তর্গত চারা বটতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান চালানোর সময় এক যুবককে সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তখনই তাকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশের তল্লাশি চালানোর সময় ওই যুবকের থেকে ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ পাওয়া যায়। আর তারপরই পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম সাইফ সরকার। তিনি সাগর পাড়া থানা এলাকার বাসিন্দা।
advertisement
advertisement
যদিও ঠিক কী কারণে ওই যুবক সীমান্তবর্তী এলাকায় এত সংখ্যক নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন তা জানা যায়নি। পুলিশ ধৃতকে সোমবার আদালতে পেশ করে।
advertisement
নিষিদ্ধ এই কাফ সিরাপ বাংলাদেশ পাচার করার উদ্দেশ্যেই ওই যুবক সীমান্তবর্তী এলাকায় ঘোরাফেরা করছিলেন কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনার সঙ্গে আর কে কে যুক্ত এবং এর সঙ্গে আন্তর্জাতিক কোনও পাচার চক্র জড়িয়ে রয়েছে কিনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
November 10, 2025 1:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ নিয়ে ঘোরাঘুরি করছিল! খবর পেয়ে গ্রেফতার করল পুলিশ

