Murshidabad News: বল ভেবে বোমায় হাত! ডিম-খিচুড়ি আর খাওয়া হল না! হাসপাতালে তিন শিশু

Last Updated:

Murshidabad News: স্কুলে যাওয়ার পথে তিন খুদে বল ভেবে বোমা তুলে নিল হাতে! ভয়াবহ ঘটনা

মুর্শিদাবাদ: অন্যান্য দিনের মতোই অঙ্গনওয়াড়ি শিশু শিক্ষা কেন্দ্রে যাচ্ছিল তিনজন পড়ুয়া। আর সেই স্কুলে যাওয়ার আগেই খেলার ছলে দেখতে পায় বল পড়ে আছে। বল ভেবে কুড়াতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত হল তিনজন শিশু। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার শঙ্করপুর গ্রামে। আহত তিনজন শিশুর নাম মেহেদিনা পারভিন, মাফুদা ও ওয়াসিম আখতার। মেহেদিনা ও মাফুদা দুই বোন।বর্তমানে আহত অবস্থায় তিনজন শিশু জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আহত এক শিশুর পায়ে চোট লাগে। যদিও জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তিনজন শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তারা বর্তমানে স্থিতিশীল আছে।শঙ্করপুর গ্রামের স্থানীয় বাসিন্দা আজাহারুল হক জানিয়েছেন, মেহেদিনা পারভিন ও মাফুদা এরা দুই বোন। সঙ্গে ছিল তাদের বন্ধু ওয়াসিম আখতার। বুধবার সকালে ওয়াসিম আখতার সঙ্গে ছিল মেহেদিনা পারভিন ও মাফুদা।
advertisement
advertisement
শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা মধুমিতা দাস জানান, হাউসনগর শিশু শিক্ষা কেন্দ্রের মিড ডে মিলের ডিম ও খিচুড়ি খাবার আনতে এসেই রাস্তায় বোমা ফেটে আহত হন তিনজন শিশু পড়ুয়া। ওয়াসিম আখতার সহ তিনজনে খেলনার মতো বলকে বোমা ভেবে খেলতে গিয়ে বোম ফেটে আহত হন তিনজন পড়ুয়া। আহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বোমার আওয়াজ শুনে আমরা ছুটে যায়। দেখতে পাওয়া যায় বোমার আঘাতে আহত অবস্থায় পড়ে আছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বল ভেবে বোমায় হাত! ডিম-খিচুড়ি আর খাওয়া হল না! হাসপাতালে তিন শিশু
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement