Murshidabad News: কসবার ছায়া যেন ঘুরছে সব জায়গায়! এবার কান্দি ল কলেজে এমন ঘটনা ঘটল, দুই ছাত্রীর কী ভয়ঙ্কর পরিণতি!

Last Updated:

Murshidabad News: মনোজিৎ কাণ্ডের ছায়া এবার কান্দিতে। মুর্শিদাবাদ জেলার কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ অফ 'ল' তে 'থ্রেট কালচার'। কলেজের দখল কে নেবে এই নিয়ে ঘটে গেল মারামারি। আহত দুই কলেজ ছাত্রী।

কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি দুই কলেজ ছাত্রী 
কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি দুই কলেজ ছাত্রী 
মুর্শিদাবাদ: মনোজিৎ কাণ্ডের ছায়া এবার কান্দিতে। মুর্শিদাবাদ জেলার কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ অফ ‘ল’ তে ‘থ্রেট কালচার’। কলেজের দখল কে নেবে এই নিয়ে ঘটে গেল মারামারি। আহত দুই কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে কলেজ চত্বরেই। আহত হয়েছেন সোমা শীল ও তৃণা মজুমদার নামে দুই ছাত্রী।
জানা গিয়েছে, কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র ‘ল’ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তৃনা মজুমদার, শুক্রবার দুপুরে কলেজে এসেছিল পরীক্ষার ফর্ম পূরণ করতে। সেই সময় বসে থাকাকালীন তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রীরা তারা এসে মারধর করে। অভিযোগ, সোমা শীল-সহ তার একজন বন্ধু মারধর করেছেন।
আরও পড়ুনঃ পোকা মেশানো চিঁড়ে, নোংরা পরিবেশে থাকা! ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক বাঙালিদের কী অবস্থা হয়েছিল? চোখে জল আসবে
আক্রান্ত তৃণার অভিযোগ, কান্দির রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ অফ ল-তে ব়্যাগিং করা হয়। বেশ কিছুদিন ধরেই এই ঘটনা ঘটছে। আজকেও তার প্রতিবাদ করা হয়। আর সেই কারণেই কলেজের মধ্যেই মারধর করা হয়েছে। কলেজের কে দখল নেবে সেই নিয়েই মারধর করা হয়।
advertisement
advertisement
যদিও সোমা শীলের পাল্টা অভিযোগ, টিফিন করতে যাওয়ার সময় আমাকে গালিগালাজ করা হয় এবং তার প্রতিবাদ করলে বিনা কারণে মারধর করা হয়। আমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে কান্দি মহকুমা হাসপাতালে যান কলেজের ভারপ্রাক্ত অধ্যক্ষ সুচিস্মাতা নাগ। তিনি জানান, আমরা ঘটনার কথা শুনেছি। এই ধরনের ঘটনা কলেজে ঘটে থাকলে সেটা অবাঞ্ছানীয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা চাইব পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করবে।
advertisement
কৌশিক অধিকারী 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: কসবার ছায়া যেন ঘুরছে সব জায়গায়! এবার কান্দি ল কলেজে এমন ঘটনা ঘটল, দুই ছাত্রীর কী ভয়ঙ্কর পরিণতি!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement