Murshidabad News: বন্ধ করা হল মালদহের স্কুলের আশ্রয় শিবির, ফের নিজের ঘরে ফিরে গেলেন মুর্শিদাবাদের ঘরছাড়ারা
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Murshidabad News: জানা গিয়েছে, বেদবোনা, জিগরী এলাকায় ক্ষতিগ্রস্থ হয় একাধিক বাড়ি। বাড়ি থেকে বার করে খুন করা হয় জাফরাবাদ এলাকায় বাবা-ছেলেকে।
মুর্শিদাবাদ: অবশেষে ফিরল স্বস্তি। মুর্শিদাবাদে ঘর ছাড়াদের অনেকে বাড়ি ফিরে এলেন রবিবার রাতে। প্রশাসনের সহযোগিতায় মালদহ থেকে নৌপথে বাড়ি ফিরিয়ে আনা হল ঘরছাড়া পরিবারগুলিকে। গত কয়েকদিন হাইস্কুল ছিল তাঁদের আশ্রয়স্থল। চোখের জলকে সঙ্গী করে অনেকে একসঙ্গে ছিলেন সেখানেই। মুর্শিদাবাদে হিংসার আবহে গঙ্গা পেরিয়ে মালদহের বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুলে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। রবিবার বন্ধ হয়ে গেল পারলালপুর হাইস্কুলের সেই আশ্রয় শিবির। প্রশাসনের সহায়তায় আশ্রয় শিবির থেকে মুর্শিদাবাদে নিজের নিজের ঘরে পাড়ি দিলেন সকলে।
জানা গিয়েছে, বেদবোনা, জিগরী এলাকায় ক্ষতিগ্রস্থ হয় একাধিক বাড়ি। বাড়ি থেকে বার করে খুন করা হয় জাফরাবাদ এলাকায় বাবা-ছেলেকে। আতঙ্কে বাড়ি ঘর ছেড়ে মালদহ জেলায় আশ্রয় নেয় মহিলারা। গ্রামে এখনও মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ কর্মীরা। মানবশূন্য গ্রাম আবারও ভোরে উঠছে মানুষের কোলাহলে। মালদহ থেকে ঘরছাড়ারা বাড়ি ফিরে এলেন সকলেই। যদিও গ্রামে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি করছেন সকলেই।
advertisement
advertisement
জানা গিয়েছে, ভিটেমাটি ছেড়ে সামশেরগঞ্জের বেতবোনা এলাকা থেকে পারলালপুর গ্রামে গিয়েছিল প্রায় ৮৫টি পরিবার। আশ্রয় শিবির থেকে সব পরিবার নিজের বাড়ি ফিরে এসেছে। জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়ের নেতৃত্বে এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে সবাইকে নৌকা ঘাটে নিয়ে আসা হয়। ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গা ঘাট থেকে নিরাপত্তার সঙ্গে প্রত্যেককে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এই মুহূর্তে পারলালপুরের আশ্রয় ক্যাম্পে আর কোনও পরিবার নেই।
advertisement
জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় বলেন, “পরিস্থিতি এখন শান্ত। সবাই বাড়ি ফিরে এসেছেন। মোট ১৫৩টি মামলা দায়ের হয়েছে। এখনও পর্যন্ত ২৯২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, যাঁরা চলে গিয়েছিলেন, তাঁরা নিজেরাই বাড়ি ফিরে এসেছেন। আগের মতোই শান্তির পরিবেশ রয়েছে।” সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বলেন, ”যাঁরা গিয়েছিলেন, সবার বাড়ি ভাঙচুর হয়নি। অনেকে আতঙ্কে ঘর ছেড়েছিলেন। তাঁরা নিজেরাই ফিরে আসছেন।”
advertisement
—- কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2025 5:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বন্ধ করা হল মালদহের স্কুলের আশ্রয় শিবির, ফের নিজের ঘরে ফিরে গেলেন মুর্শিদাবাদের ঘরছাড়ারা
