Murshidabad News: সামনেই মুর্শিদাবাদ ঘুরতে যাওয়ার প্ল্যান! ঠিক আছে, তবে রেলের এই খবর না জানলে ভোগান্তি নিশ্চিত!

Last Updated:

একদিনের জন্য বন্ধ থাকবে লালগোলা-শিয়ালদহ শাখায় রেল চলাচল।

ট্রেন বাতিলের তালিকা
ট্রেন বাতিলের তালিকা
মুর্শিদাবাদ: আপনি কী শীতের ছুটিতে রবিবার মুর্শিদাবাদ ঘুরতে যেতে চান। একদিনের জন্য বন্ধ থাকবে লালগোলা-শিয়ালদহ শাখায় রেল চলাচল। রবিবার ওই শাখায় আপ ও ডাউন মিলিয়ে দু-জোড়া ট্রেন বাতিলের কথা জানিয়েছে রেল। তাছাড়া ওইদিন আরও চার জোড়া ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আরও ছ’টি ট্রেন বেশ দেরিতে ছাড়বে বলে জানানো হয়েছে।
রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, বহরমপুরে স্টেশন লাগোয়া সাবওয়ের নির্মাণের জন্য এই অসুবিধা হবে। ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত রেল চলাচল বন্ধ থাকবে। তার জন্য সেদিন কোন ট্রেন সারগাছি থেকে ছাড়বে, কোনও ট্রেন কৃষ্ণনগর থেকে ছাড়বে। একইভাবে উল্টোদিকের ট্রেনগুলিও হয় সারগাছিতে এসে থামবে, না হয় কৃষ্ণনগরে এসে থামবে।
advertisement
advertisement
রেলের দেওয়া তথ্যানুসারে, শিয়ালদহ যাওয়ার জন্য বহরমপুর থেকে যে ট্রেনটি বেলা ১২টায় ছাড়ে, ওইদিনের জন্য কৃষ্ণনগর থেকে ছাড়বে এই ০৩১৯৬ ডাউন ট্রেনটি। একইভাবে আপ ০৩১১৫ ট্রেনটি শিয়ালদহ থেকে সকাল সাড়ে ১০টায় ছাড়লেও ওইদিন কৃষ্ণনগর পর্যন্ত আসবে।
advertisement
বেলা ১টা ১১ বহরমপুর থেকে ছেড়ে যে ৩১৭৭০ ট্রেনটি রানাঘাট পর্যন্ত। দৈনিক যায় সেই ট্রেনটি। সেদিন সারগাছি স্টেশন থেকে ছাড়বে। আবার সকাল ৯ টায় রানাঘাট থেকে ছেড়ে বহরমপুরে যে ট্রেনটি ১১টা ৪৫ নাগাদ বহরমপুরে আসে সেই ৩১৭৭৩ আপ ট্রেনটি রবিবার সারগাছিতে যাত্রা শেষ করবে রেলের কাজের জন্য। কৃষ্ণনগর-লালগোলা ৩১৮৬১ আপ ট্রেন যেটি সকাল ১০টা ৪০ মিনিটে কৃষ্ণনগর থেকে ছাড়ে ওই ট্রেনটিও সারগাছিতে সেদিনের যাত্রা শেষ করবে। সারগাছি থেকে ডাউন ৩১৭৭৪ ট্রেনটি রানাঘাটের উদ্দেশ্যে বেলা তিনটের সময় ছেড়ে যাবে। ৩১৭৬৯ আপ ট্রেন রানাঘাট থেকে দৈনিক দুপুর ১টা ১৫ মিনিটে ছাড়ে সেই ট্রেনটিও রবিবার সারগাছিতে থামবে। সারগাছি থেকে ডাউন ৩১৮৬৪ ট্রেনটি কৃষ্ণনগরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ৬টায়।
advertisement
তবে আপ ০৩১৯৩ কলকাতা-লালগোলা, যে ট্রেন বহরমপুরে পৌঁছায় সন্ধ্যা ৬টায়, আপ ০৩০১৯ কৃষ্ণনগর-আজিমগঞ্জ ট্রেন, বহরমপুরে রাত ৯টা ২০ নাগাদ পৌঁছায়। আবার বহরমপুর থেকে সকাল ৯টা ৩০ নাগাদ কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় যে ০৩১৯৪ ডাউন ট্রেন ও আজিমগঞ্জ থেকে ছেড়ে বহরমপুরে বিকেল ৪টা ৩০ নাগাদ কৃষ্ণনগরের উদ্দেশ্যে যায় ০৩০২০ ডাউন ট্রেনের চলাচল পুরোপুরি বন্ধই থাকবে।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সামনেই মুর্শিদাবাদ ঘুরতে যাওয়ার প্ল্যান! ঠিক আছে, তবে রেলের এই খবর না জানলে ভোগান্তি নিশ্চিত!
Next Article
advertisement
West Bengal Weather Update: নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা ! পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?
নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা! পঞ্চমী ও ষষ্ঠীর আবহাওয়ার আপডেট
  • নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে

  • উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা !

  • পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement