Unlimited Biryani: ৯০ টাকাতে আনলিমিটেড বিরিয়ানি! মাংস, ডিম, আলু সব থাকছে! যত খুশি খান

Last Updated:

Unlimited Biryani: যত খুশি বিরিয়ানি খান! দিন মাত্র ৯০ টাকা! যেমন স্বাদ তেমন গন্ধ! জানুন কোথায় পাবেন

+
আন

আন লিমিটেড বিরিয়ানি 

মুর্শিদাবাদ: বিরিয়ানি মানেই বাঙালির আবেগ। আলুর সঙ্গে বিরিয়ানির সুগন্ধ আর সঙ্গে এক দুই টুকরো মাংসের কুচি হোক বা ডিম হলে তো কোনও কথাই নেই। পুরোটাই জমে ক্ষীর। মাত্র ৯০টাকাতে মিলছে আনলিমিটেড বিরিয়ানি। ভাবছেন কোথায় এমন লোভনীয় অফার মিলছে? চলুন তাহলে জেনে নেওয়া যাক ১২০ গ্রামের চিকেন সহ এই আন লিমিটেড বিরিয়ানি ।
জিয়াগঞ্জের বাগডহর মোড় এলাকাতে মাত্র ৯০ টাকাতে মিলছে আনলিমিটেড বিরিয়ানি। ডিম সহ বিরিয়ানি বিক্রি করছেন বিক্রেতা। এবং এক পিস ১২০ গ্রামের চিকেন বিরিয়ানি যা মিলছে আনলিমিটেড। ভোজন রসিকদের কথা মাথায় রেখেই ৯০ টাকাতে পেট ভরে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে। যা কিনতে ভিড় করছেন ক্রেতারা। দাম কম হলেও এই বিরিয়ানির স্বাদ কিন্তু অতুলনীয়। আর পাঁচটা বিরিয়ানি থেকে অনেকটাই আলাদা এবং সুস্বাদু। কারণ বিরিয়ানির মশলায় রয়েছে ‘স্পেশ্যাল টাচ’। বিরিয়ানি সুস্বাদু করে তুলতে মশলায় গোলাপের পাপড়ি ও চন্দনের গুঁড়ো দেওয়া হয়। বিরিয়ানিতে যে কেশর দেওয়া হয়, সেটাও এক নম্বর। বাইরে থেকে অর্ডার দিয়ে আনা হয়। যার ফলে এখানকার বিরিয়ানি একবার খেলে মুখে লেগে থাকবেই।
advertisement
advertisement
৯০ টাকার এই আনলিমিটেড বিরিয়ানিতে থাকে ডিম, আলু, আর রাইস। এক পিস ১২০ গ্রামের চিকেন সহ আছে বিরিয়ানি। দোকানের সামনে বসার জন্য কয়েকটি চেয়ারও রয়েছে। সেখানে বসে গল্প করতে করতে খাওয়া যাবে ৯০ টাকার পেট ভরে বিরিয়ানি। আর সকাল হোক বা বিকাল বিরিয়ানি খেতে ভিড় করছেন সকলেই। কারণ আনলিমিটেড বিরিয়ানি মিলছে সহজেই। বিক্রেতার কথায়, “বিরিয়ানি বাঙালির আবেগ। এলাকায় অনেকে কৃষিজীবী। সকলের পক্ষে এক প্লেট বিরিয়ানির জন্য ৯০ টাকা খরচ করা সম্ভব। সেক্ষেত্রে তাঁরা যাতে বিরিয়ানির স্বাদ নিতে পারেন সেই জন্যই এই দোকান খুলেছিলাম। তাই আমরা আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছি ভোজন রসিকদের।”
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Unlimited Biryani: ৯০ টাকাতে আনলিমিটেড বিরিয়ানি! মাংস, ডিম, আলু সব থাকছে! যত খুশি খান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement