Murshidabad News: ফুটপাথ ব্যবসায়ীদের বাড়বাড়ন্তে মাথায় হাত পড়ছিল স্থায়ী দোকানদারদের! অবশেষে পুলিশি পদক্ষেপে স্বস্তি ফিরল মুর্শিদাবাদে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Murshidabad News: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ব্যস্ততম শহর। কিন্তু এখন এই শহরের ফুটপাথ দখলে চলে গিয়েছে ব্যবসায়ীদের হাতে। ফলে প্রবল সমস্যায় পড়েছেন সকলেই। তাই এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল প্রশাসন।
রঘুনাথগঞ্জ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ব্যস্ততম শহর। কিন্তু এখন এই শহরের ফুটপাথ দখলে চলে গিয়েছে ব্যবসায়ীদের হাতে। ফলে প্রবল সমস্যায় পড়েছেন সকলেই। তাই এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল প্রশাসন। রঘুনাথগঞ্জের দরবেশপাড়া এলাকায় শীতের মরশুমে ফুটপাথে শীতবস্ত্র বিক্রি করা ব্যবসায়ীদের স্থান খালি করার নির্দেশ দেয় পুলিশ। বাজার বন্ধ থাকার সুযোগে দোকানের সামনের ফুটপাথে তারা বসে আসছিলেন। এবার পুলিশ পৌঁছতেই ব্যবসায়ীরা মালপত্র গুটিয়ে সরে যান। তবে এরপর কোথায় ব্যবসা করবেন, তা নিয়ে তারা অনিশ্চিত।
রঘুনাথগঞ্জ বাজার কমিটির সেক্রেটারি নুর হোসেন জানান, গত দুই বছর ধরে বৃহস্পতিবার বাজার বন্ধ থাকলেই ফুটপাথ ব্যবসায়ীরা দোকানের সামনে বসে পড়েন। এতে যানজট হয়, সাধারণ মানুষও ভোগান্তির মুখে পড়েন। পূর্বেও বিষয়টি পুলিশকে জানানো হলেও এবার লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। সে কারণেই পুলিশ এসে ব্যবস্থা নিয়েছে, সঙ্গে বাজার কমিটি রয়েছেন পুলিশ ও বাজার কমিটির উদ্যোগে এই অভিযান। অভিযোগ করেন তারা অবৈধ ভাবে ব্যবসা করছে তারা। এছাড়া বাজারের নিজস্ব দোকান আছে, তারা অনেকে দোকানের সামনে লাঠি দিয়ে বাড়িয়ে দোকান মালপত্র রাখছেন তাতে রাস্তা ছোট হয়ে যাচ্ছে। সকলকে বলব রাস্তা কেউ দখল করে ব্যবসা করবেন না।
advertisement
advertisement
অন্যদিকে ফুটপাথ ব্যবসায়ী ইসমাইল খান জানান, “আজও আমরা বসেছিলাম। কিন্তু আজ পুলিশ এসে জানায়, এখানে বসা যাবে না। শীতের সময় জীবন-জীবিকার তাগিদে তারা শীতবস্ত্র বিক্রি করেন। দোকানদারদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ এ পদক্ষেপ নিয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইসমাইলের দাবি, “আমরা ৩০০ টাকায় যে পোশাক দিই, দোকানদারেরা সেই একই জিনিস ৫০০ টাকায় বিক্রি করেন। তাই আমাদের উপস্থিতিতে তাদের বিক্রি কমে যায় বলেই অভিযোগ করা হয়েছে।” ফুটপাথ ছাড়তে বাধ্য হওয়া এসব ব্যবসায়ীরা এখন চিন্তায় এবার কোথায় তারা শীতবস্ত্র বিক্রি করবেন, তা স্পষ্ট নয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
December 12, 2025 2:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ফুটপাথ ব্যবসায়ীদের বাড়বাড়ন্তে মাথায় হাত পড়ছিল স্থায়ী দোকানদারদের! অবশেষে পুলিশি পদক্ষেপে স্বস্তি ফিরল মুর্শিদাবাদে






