Murshidabad News: মুখ্যমন্ত্রীর এক কথাতেই কড়া নজর! ভারত-বাংলাদেশ সীমান্ত তার পরেই যা মিলল, চক্ষু চড়কগাছ পুলিশেরও

Last Updated:

Murshidabad News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নওদাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ।

ফাইল ছবি
ফাইল ছবি
মুর্শিদাবাদ: ভারত বাংলাদেশ সীমান্তে এবার উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা। এলাকায় তিনটি সোনার বিস্কুট সহ চোরা কারবারিকে গ্রেফতার করল সাগরপাড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নওদাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি সোনার বিস্কুট। যার ওজন ৫২৩ গ্রাম।
advertisement
advertisement
তারপরেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তির নাম মিলন শেখ বয়স ২৬ বছর। তার বাড়ি সাগরপাড়ার চরকাকমারি এলাকায়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃত মিলন শেখ দীর্ঘদিন ধরে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। তার কাছে সোনার বৈধ কোনও কাগজপত্র মেলেনি। ধৃতকে সোমবার বিচারকের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হবে। কোথায় থেকে সোনা নিয়ে আসা হয়েছিল কোথায় পাচার করত এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।
advertisement
—- কৌশিক অধিকারী 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মুখ্যমন্ত্রীর এক কথাতেই কড়া নজর! ভারত-বাংলাদেশ সীমান্ত তার পরেই যা মিলল, চক্ষু চড়কগাছ পুলিশেরও
Next Article
advertisement
Indian Railways: বৃহন্নলা সেজে ট্রেনে উঠে তোলাবাজি, হেনস্থা! রেল সফরে এমন বিপদে কী করবেন যাত্রীরা? জেনে নিন
বৃহন্নলা সেজে ট্রেনে উঠে তোলাবাজি, হেনস্থা! রেল সফরে এমন বিপদে কী করবেন যাত্রীরা? জেনে নিন
  • বৃহন্নলা সেজে ট্রেনে উঠে যাত্রীদের হয়রানি৷

  • যাত্রী হয়রানি উঠতে কড়া পদক্ষেপ রেলের৷

  • রেল মদদ পোর্টাল, ১৩৯-এ ফোন করলে দ্রুত ব্যবস্থা৷

VIEW MORE
advertisement
advertisement