Bangladesh Border: বিশেষ নজরে শিলিগুড়ি করিডর! রাফালে, তেজস, মিসাইল...বাংলাদেশের ঘাড়ের কাছে! দীর্ঘ সময়ের NOTAM জারি বায়ুসেনার

Last Updated:
বাংলাদেশ-পাকিস্তানের সাম্প্রতিক এই ঘনিষ্ঠতাকে মোটেই ভাল চোখে দেখছে না ভারত৷ বাংলাদেশ নেতৃত্বর সাথে গত কয়েকদিন ধরে পাকিস্তানের সখ্যতা বেড়েছে বলে আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে। এই অবস্থায়, এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা৷
1/6
নয়াদিল্লি: ক’দিন আগেই উত্তর-পশ্চিম ভারতে পাকিস্তানের ঘাড়ের কাছে স্যর ক্রিক-সিন্ধ-করাচি অ্যাক্সিসে তিন সেনার যৌথ মহড়া চালানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার৷ জারি হয়েছিল নোটাম৷ এবার উত্তর-পূর্বে চিন ও বাংলাদেশ সীমান্তের কাছেও একই রকম মহড়া চালানোর কথা জানানো হল৷
নয়াদিল্লি: ক’দিন আগেই উত্তর-পশ্চিম ভারতে পাকিস্তানের ঘাড়ের কাছে স্যর ক্রিক-সিন্ধ-করাচি অ্যাক্সিসে তিন সেনার যৌথ মহড়া চালানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার৷ জারি হয়েছিল নোটাম৷ এবার উত্তর-পূর্বে চিন ও বাংলাদেশ সীমান্তের কাছেও একই রকম মহড়া চালানোর কথা জানানো হল৷
advertisement
2/6
সাম্প্রতিক কালের সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য NOTAM জারি করল ভারতীয় সেনা। আগামী ৬ নভেম্বর থেকে উত্তর-পূর্ব সীমান্ত জুড়ে শুরু হচ্ছে বায়ুসেনার মহড়া। ওই সময় অন্য কোনও যাত্রিবাহী বা বাণিজ্যিক উড়ান আকাশের ওই পথ দিয়ে উড়তে পারবে না।
সাম্প্রতিক কালের সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য NOTAM জারি করল ভারতীয় সেনা। আগামী ৬ নভেম্বর থেকে উত্তর-পূর্ব সীমান্ত জুড়ে শুরু হচ্ছে বায়ুসেনার মহড়া। ওই সময় অন্য কোনও যাত্রিবাহী বা বাণিজ্যিক উড়ান আকাশের ওই পথ দিয়ে উড়তে পারবে না।
advertisement
3/6
চিন তো বটেই, এই মহড়া চলবে বাংলাদেশ সীমান্তেও। চিকেনস নেক বা শিলিগুড়ি করিডরকে মাথায় রেখে। মহড়ায় রাফালে, তেজস, মিসাইল, ড্রোন উড়বে মুহর্মুহ। সেনার তিন বাহিনীর মধ্যে সমন্বয়, দুশমন হামলা করলে কত দ্রুত জবাব দেওয়া যাবে, খতিয়ে দেখে নিতেই এই মহড়া।
চিন তো বটেই, এই মহড়া চলবে বাংলাদেশ সীমান্তেও। চিকেনস নেক বা শিলিগুড়ি করিডরকে মাথায় রেখে। মহড়ায় রাফালে, তেজস, মিসাইল, ড্রোন উড়বে মুহর্মুহ। সেনার তিন বাহিনীর মধ্যে সমন্বয়, দুশমন হামলা করলে কত দ্রুত জবাব দেওয়া যাবে, খতিয়ে দেখে নিতেই এই মহড়া।
advertisement
4/6
বৈদেশিক সম্পর্ক বিশেষজ্ঞেরা বলছেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে, বাংলাদেশে নির্বাচনের প্রাককালে এত বড় মহড়ায় ইঙ্গিত স্পষ্টই— পড়শি দেশ থেকে অনুপ্রবেশের সব পথ বন্ধ করা হচ্ছে।
বৈদেশিক সম্পর্ক বিশেষজ্ঞেরা বলছেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে, বাংলাদেশে নির্বাচনের প্রাককালে এত বড় মহড়ায় ইঙ্গিত স্পষ্টই— পড়শি দেশ থেকে অনুপ্রবেশের সব পথ বন্ধ করা হচ্ছে।
advertisement
5/6
সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস একটি আর্টওয়ার্ক বা শিল্পকর্ম উপহার দিয়েছেন৷  তাতে উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যকে বাংলাদেশের অন্তর্ভূক্ত করে ম্যাপ আঁকা হয়েছে৷
সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস একটি আর্টওয়ার্ক বা শিল্পকর্ম উপহার দিয়েছেন৷ তাতে উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যকে বাংলাদেশের অন্তর্ভূক্ত করে ম্যাপ আঁকা হয়েছে৷
advertisement
6/6
বাংলাদেশ-পাকিস্তানের সাম্প্রতিক এই ঘনিষ্ঠতাকে মোটেই ভাল চোখে দেখছে না ভারত৷ বাংলাদেশ নেতৃত্বর সাথে গত কয়েকদিন ধরে পাকিস্তানের সখ্যতা বেড়েছে বলে আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে। এই অবস্থায়, এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা৷
বাংলাদেশ-পাকিস্তানের সাম্প্রতিক এই ঘনিষ্ঠতাকে মোটেই ভাল চোখে দেখছে না ভারত৷ বাংলাদেশ নেতৃত্বর সাথে গত কয়েকদিন ধরে পাকিস্তানের সখ্যতা বেড়েছে বলে আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে। এই অবস্থায়, এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা৷
advertisement
advertisement
advertisement