Murshidabad News: ডোমকলে বসেই সারা দেশে চালানো হত এই কাজ! এত বড় সাহস! পুলিশ যেতেই যা জানা গেল, আঁতকে উঠল গোটা এলাকা

Last Updated:

Murshidabad News: পুলিশ যা উদ্ধার করল, তা জানলে চমকে যাবেন আপনিও।

উদ্ধার হওয়া মোবাইল সহ সিমকার্ড এবং ধৃত তিনজন 
উদ্ধার হওয়া মোবাইল সহ সিমকার্ড এবং ধৃত তিনজন 
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ডোমকলে বসেই চলছিল ডিজিটাল ডাকাতির চক্র। অপরাধের স্বর্গরাজ্য তৈরি হয়েছে যেন ডোমকল। আর এই ডোমকলে বসে আন্তর্জাতিক মানের প্রতারণা করা হত। পুলিশ যা উদ্ধার করল, তা জানলে চমকে যাবেন আপনিও।
চলছিল অনলাইনে প্রতারণা করে টাকা রোজগারের অন্ধকার কারবার। মুর্শিদাবাদের ডোমকলে বসে চক্র চালাচ্ছিল ঝাড়খণ্ডের তিনজন ব্যক্তি। সেই চক্রের তিনজন পান্ডাকে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করেছে মুর্শিদাবাদ পুলিশের সাইবার ক্রাইম থানা। বৃহস্পতিবার রাতে ডোমকলে হানা দিয়ে সালামুদ্দিন আনসারি, কালামুদ্দিন আনসারি ও নিয়াজ আনসারি নামের তিনজন ব্যক্তিকে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ। সকলেই ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা বলেই জানা গিয়েছে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ জুলাই এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে সাইবার ক্রাইম থানা। সেই ঘটনার তদন্তে নেমে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ আছে ওই ব্যক্তির বিরুদ্ধে। মুকলেশ হোসেন বহরমপুরের রাজধরপাড়ার বাসিন্দা। ওই ব্যক্তি এই সাইবার প্রতারণা চক্রকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জোগান দিত বলে জানা গিয়েছে।
advertisement
মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানী রাজ জানিয়েছেন, ধৃতেরা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে দেশজুড়ে অনলাইন প্রতারণা চালাচ্ছিল। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে একাধিক এটিএম কার্ড, মোবাইল ফোন, সিম কার্ড সহ অনলাইন অপরাধের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। এই চক্রের সঙ্গে জড়িতদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এই অনলাইন প্রতারণা চক্রের মূল পান্ডার হদিশ মিলতেই বড় চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ বলেই জানা গিয়েছে।
advertisement
—- কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ডোমকলে বসেই সারা দেশে চালানো হত এই কাজ! এত বড় সাহস! পুলিশ যেতেই যা জানা গেল, আঁতকে উঠল গোটা এলাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement