Murshidabad News: মুর্শিদাবাদে প্রায় আড়াই কোটি টাকার হেরোইন উদ্ধার! গ্রেফতার ৪! কী ঘটল জানেন?
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Murshidabad News: গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়।
সাগরদিঘী, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদের সাগরদিঘীতে উদ্ধার হল আড়াই কোটি টাকার মূল্যর হেরোইন উদ্ধার করল পুলিশ। সাগরদিঘী থানার অন্তর্গত কাবিলপুরের কয়েলপাড়া এলাকায় পুলিশের এক গোপন ও সুপরিকল্পিত অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, কাবিলপুর কয়েলপাড়া এলাকায় অবস্থিত লালগোলা থানার বাসিন্দা ইব্রাহিম শেখের বোনের বাড়ির ছাদের উপর অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ছিল এই বিপুল পরিমাণ মাদক। দীর্ঘ সময় ধরে নজরদারির পর পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রায় তিন কেজি পরিশুদ্ধ হেরোইন পাউডার এবং দুই কেজি ২০০ গ্রাম অপরিশুদ্ধ হেরোইন পাউডার উদ্ধার করে।
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, লালগোলার বাসিন্দা ইব্রাহিম শেখ দীর্ঘদিন ধরে তার বোনের বাড়িটিকে মাদক মজুদের নিরাপদ গোপন আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল। পুলিশ মনে করছে, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ হেরোইন শুধুমাত্র স্থানীয় বাজারে নয়, আন্তঃরাজ্য পাচারের উদ্দেশ্যেও মজুত করা হয়েছিল।
advertisement
উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল জানান, “যে পরিমাণ হেরোইন উদ্ধার হয়েছে, তার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা।”তিনি আরও জানান, এটি একটি সুসংগঠিত মাদকচক্রের কাজ এবং এর পিছনে বড়সড় নেটওয়ার্ক কাজ করছে বলে পুলিশের অনুমান।এই ঘটনায় কাবিলপুরের বাসিন্দা রকিবুল শেখ, তার স্ত্রী মোমিনা বিবি, হাসিনা বিবি-সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে পেশ করার প্রক্রিয়া শুরু হয়েছে।পুলিশ জানিয়েছে, এই মাদকচক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জেরা করে পাচার চক্রের মূল মাথা এবং মাদক সরবরাহের রুট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজনে আরও গ্রেফতার হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ প্রশাসন।
advertisement
এই অভিযানে সাগরদিঘী থানার পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক কারবারের গুঞ্জন শোনা যাচ্ছিল, পুলিশের এই সাফল্যে স্বস্তি ফিরেছে বলে মত সাধারণ মানুষের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 08, 2026 5:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মুর্শিদাবাদে প্রায় আড়াই কোটি টাকার হেরোইন উদ্ধার! গ্রেফতার ৪! কী ঘটল জানেন?










