Murshidabad News: তিন শিশুকে নিয়ে ঘুমিয়েছিলেন মা, মুহূর্তের মধ্যে সব শেষ! ৩ শিশুরই মর্মান্তিক মৃত্যু, কী ঘটল জানেন মুর্শিদাবাদে? শিউরে উঠবেন
- Reported by:Pranab kumar Banerjee
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Murshidabad News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হঠাৎ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় তিনটি বাড়ি।
রানিতলা: রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই যমজ শিশু ও আরও এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে শনিবার রাত প্রায় ১২ নাগাদ রানিতলা থানার অন্তর্গত বেনীপুর ভাঙ্গনপাড়া এলাকায়। পরিবার সুত্রে জানা গিয়েছে, মৃত যমজ শিশুর নাম সাহিল ও আদিল। তাদের বয়স ৯ বছর এবং শিশু কন্যার নাম সাজিদা। তার বয়স ৭ বছর।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হঠাৎ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় তিনটি বাড়ি। শয়ন শেখ, স্বয়ং শেখ ও নয়ন শেখ এই তিন ভাইয়ের বাড়ি এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। শয়ন শেখ বাড়িতে না থাকায় তার স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে নিয়ে রাতে তালা বন্ধ করে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল। হঠাৎ আগুন লেগে যাওয়ায় বাড়ির আশেপাশের মানুষ চিৎকার করতে থাকে।
advertisement
advertisement
সেই সময় শয়ন শেখের স্ত্রী কোনও রকমে বাড়ির বাইরে বেরিয়ে এলেও দুই যমজ শিশু ও এক মেয়ে অগ্নিদগ্ধ হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। দুই যমজ শিশু ও এক শিশু কন্যাকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের তিনজনকেই মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে ছুটে আছে রানিনগর থানার পুলিশ ও বিধায়ক রেয়াত হোসেন সরকার।
advertisement
স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, বাড়িতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভগবানগোলা বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকার ও রানিতলা থানার পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 14, 2025 10:35 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: তিন শিশুকে নিয়ে ঘুমিয়েছিলেন মা, মুহূর্তের মধ্যে সব শেষ! ৩ শিশুরই মর্মান্তিক মৃত্যু, কী ঘটল জানেন মুর্শিদাবাদে? শিউরে উঠবেন










