Murshidabad News: ফরাক্কা স্টেশনে করছিল ঘোরাঘুরি! অফিস ফাইলে মিলল এত ভয়ঙ্কর জিনিস! স্টেশন থেকেই গ্রেফতার এক

Last Updated:

Murshidabad News: নিউ ফরাক্কা স্টেশনে সন্দেহজনক ভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে নিউ ফরাক্কার জিআরপি এক ব্যক্তিকে আটক করে।

ফরাক্কা স্টেশন থেকে জাল নোট উদ্ধার 
ফরাক্কা স্টেশন থেকে জাল নোট উদ্ধার 
ফরাক্কা, তন্ময় মণ্ডল: ছয় লক্ষ টাকার জালনোট উদ্ধার। উত্তর প্রদেশ পাচার করার আগেই জিআরপি পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যক্তি। বুধবার সকালে নিউ ফরাক্কা স্টেশনে সন্দেহজনক ভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে নিউ ফরাক্কার জিআরপি এক ব্যক্তিকে আটক করে। তার কাছে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৬ লক্ষ টাকার জাল নোট।
জিআরপি সূত্রে জানা যায়, বুধবার সকাল বেলায় গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি-র আইসি প্রশান্ত রায়ের নেতৃত্বে নিউ ফরাক্কা জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝাঁ জিআরপি পুলিশের একটি টিম নিয়ে ফরাক্কা স্টেশনে অভিযান চালায়। সেই সময় ১ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে। তার কাছে তল্লাশি চালাতেই তার ব্যাগে একটি অফিস ফাইলের মধ্যে ৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়।
advertisement
advertisement
জাল নোট গুলি ৫০০ টাকার ১০০০ পিস এবং ২০০ টাকার ৫০০ পিস ছিল বলে জিআরপি পুলিশ সূত্রে জানা যায়। তারপর তাকে গ্রেফতার করে জিআরপি। তাকে জিজ্ঞাসাবাদ করে জিআরপি জানতে পারে, এই জাল নোটগুলি মালদহ জেলার বৈষ্ণবনগর থেকে নিয়ে নিউ ফরাক্কা স্টেশনে আসে। নিউ ফরাক্কা স্টেশন থেকে ট্রেন ধরে উত্তর প্রদেশের ও বিহারের গয়া যাওয়ার জন্য ঘোরাফেরা করছিল। এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, এছাড়া কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল, তার তদন্ত করে দেখছে নিউ ফরাক্কা জিআরপি। ধৃতকে বৃহস্পতিবার আদলতে পাঠান হবে বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ফরাক্কা স্টেশনে করছিল ঘোরাঘুরি! অফিস ফাইলে মিলল এত ভয়ঙ্কর জিনিস! স্টেশন থেকেই গ্রেফতার এক
Next Article
advertisement
‘এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন, এবার ধরমজিও চলে গেলেন...’, শোকাহত আশা পারেখ ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর স্মৃতি
এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন, এবার ধরমজিও চলে গেলেন, শোকাহত আশা পারেখ
  • এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন

  • এবার ধরমজিও চলে গেলেন

  • শোকাহত আশা পারেখ ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement