আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তোলপাড়, তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ!
- Published by:Raima Chakraborty
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
তৃণমূল করলেই মিলবে আবাস যোজনার ঘর। নয়তো টাকা ছাড়া ঘর পাওয়া যাবে না। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সুতিতে।
#মুর্শিদাবাদ: জেলাজুড়ে আবাস যোজনার দুর্নীতি নিয়ে তোলপাড়। তৃণমূল করলেই মিলবে আবাস যোজনার ঘর। নয়তো টাকা ছাড়া ঘর পাওয়া যাবে না। এমনই চাঞ্চল্যকর অভিযোগে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে সুতির কাশিমনগর অঞ্চলের আমুহা গ্রামে।
অভিযোগ, ঘর পেতে হলে কাটমানি দিতে হচ্ছে। তৃণমূল করলেই ঘর পাওয়া যাচ্ছে। যাঁদের পাকা বাড়ি রয়েছে তাঁরা ঘর পাচ্ছেন। কিন্তু যাঁরা ঘর পাওয়ার যোগ্য তাঁদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে পঞ্চায়েত সদস্য উর্মিলা হালদারের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। অন্যদিকে, আবাস যোজনায় পঞ্চায়েত প্রধান ও সদস্যদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে সুতির বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখায় উপভোক্তারা।
advertisement
আরও পড়ুন: বিড়ালের মতো দেখতে, কিন্তু বিড়াল না! বীরভূমে আজব প্রাণী ঘিরে হইচই
তাঁদের অভিযোগ, যাঁদের পাকা বাড়ি রয়েছে তাঁরা ঘর পাচ্ছেন। অথচ যাঁদের বাড়ি নেই, সার্ভের পরেও তাঁদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। কাটমানি না দিলে ঘর পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ অভিযোগকারী রুকশানা বিবি বলেন, 'ঘরের জন্য কাটমানি না দেওয়ায় আমার নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। আমি ঘর চাই। ঘর না পেলে আমরা আরও বড় আন্দোলন করব।'
advertisement
advertisement
পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আবাস যোজনায় স্বজনপোষনের অভিযোগ তুলে কান্দির গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ গ্রামবাসীদের। বুধবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রাম পঞ্চায়েত চতুরে। অভিযোগ, প্রধান বৃন্দাবন ঘোষ কাটমানি নিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দিয়েছেন। অথচ যাঁরা ঘর পাওয়ার যোগ্য তাঁরা ঘর পাচ্ছে না। এরই প্রতিবাদে এদিন বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। তাঁদের দাবি, আবার নতুন করে সার্ভে করে তালিকা প্রকাশ করা হোক। খবর পেয়ে ঘটনাস্থলে কান্দি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
advertisement
আরও পড়ুন: পুকুর ভরাট করে চলছে নির্মাণ, পরিদর্শনে পৌরসভার চেয়ারম্যান
বিক্ষোভকারী রিনা হরিজন বলেন, 'আমার মাটির ঘর। বর্ষায়, শীতে ঘরে থাকতে খুব কষ্ট হয়। আগে তালিকায় আমার নাম ছিল। কিন্তু সার্ভে করার পর আমার নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। কাটমানি দিতে পারিনি বলেই আমার নাম কেটে দেওয়া হয়েছে।' যদিও এই অভিযোগ সম্পূর্ন অস্বীকার করেছেন প্রধান বৃন্দাবন ঘোষ। তিনি বলেন, 'যাঁরা ঘর পায়নি তাঁদের নামের তালিকা আমি ব্লক অফিসে পাঠিয়েছি। ব্লক অফিসের নির্দেশ মতোই সব কাজ হচ্ছে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।' আবাস যোজনার সার্ভেতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। এরই প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে মিছিল করে ডেপুটেশন জমা দেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। বুধবার হরিহরপাড়ার ব্লকের সিডিপিও-র কাছে ডেপুটেশন জমা দেন তাঁরা। অভিযোগ, আবাস যোজনার সার্ভেতে গিয়ে গ্রামবাসীদের হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁদের। তাই তাঁরা নিরাপত্তা চাইছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 29, 2022 8:45 AM IST