ধান রোপণে শ্রমিক মিলছে না...! আর দরকারও নেই! এবার চুটকিতে হবে সব সমস্যার সমাধান, দেখে নিন কীভাবে

Last Updated:

কম সময়ের ব্যবধানে কৃষকদের প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা সামনের দিনে এগিয়ে যাবে ধান রোপণে। আর শ্রমিক নিয়ে চিন্তা করতে হবে না

+
মেশিনের

মেশিনের সাহায্যে চলছে ধান রোপণের কাজ

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের খড়গ্রামের মাড়গ্রাম অঞ্চলের গুরুলিয়া গ্রামে যন্ত্রের সাহায্যে ধান রোপণের কাজ শুরু হল। কৃষকদের সুবিধার্থে এগিয়ে এল সারগাছি রামকৃষ্ণ মিশন। সারগাছি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে NICRA (National Innovations in Climate Resilient Agriculture) প্রকল্পের অধীনে যন্ত্রের সাহায্যে ধান রোপণ করা শুরু হল এবার কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত খড়গ্রামে। কম সময়ের ব্যবধানে কৃষকদের প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা সামনের দিনে এগিয়ে যাবে ধান রোপণে।
জানা গিয়েছে, আধুনিক কৃষিক্ষেত্রে, শ্রম খরচ কমিয়ে উচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত করার পাশাপাশি নির্ভুলতা, গতি এবং দক্ষতা গুরুত্বপূর্ণ। ধান চাষিদের জন্য, ধান রোপণ যন্ত্র হল একটি যুগান্তকারী ট্র্যাক্টর যন্ত্র যা বিভিন্ন ধরণের সুবিধা প্রদান করে। যন্ত্রের সাহায্যে ধান রোপণ বর্তমানে জনপ্রিয়তা লাভ করছে, কারণ এটি সময় এবং শ্রম সাশ্রয় করে। বিশেষ করে শ্রমিক সংকট এবং দ্রুত ফসল তোলার জন্য এই পদ্ধতি কৃষকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।
advertisement
advertisement
মুর্শিদাবাদ ছাড়াও বিভিন্ন স্থানে এই পদ্ধতি গ্রহণ করা হচ্ছে এবং কৃষকরা উপকৃত হচ্ছেন। এই পদ্ধতিতে, একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হয় যা ‘ট্রান্সপ্লান্টার’ নামে পরিচিত। এই যন্ত্রটি দিয়ে সারিবদ্ধভাবে ধানের চারা রোপণ করা যায়, যা গাছের বৃদ্ধি এবং ফলন বৃদ্ধিতে সহায়তা করে। NICRA প্রকল্পের অধীনে, এই যন্ত্রটি ব্যবহার করে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে সচেতনতা তৈরি করা হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পদ্ধতির কিছু সুবিধা হল: উদ্যোক্তারা জানিয়েছেন, যন্ত্র ব্যবহারের ফলে শ্রমিক সংখ্যা কমে যায়, যা শ্রমিক সংকট মোকাবেলা করতে সহায়ক। দ্রুত চারা রোপণ করা যায়, যা কৃষকদের সময় বাঁচায়। এছাড়াও শ্রমিক মজুরি এবং অন্যান্য খরচ কমে যায়। অন্যদিকে সঠিক সারিবদ্ধ রোপণ এবং গাছের ঘনত্ব ভাল থাকার কারণে ফলন বৃদ্ধি পায়।
advertisement
খড়গ্রাম ব্লক প্রাঙ্গণে রবীন্দ্র ভবনহলে ১৫০ জন কৃষকদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হল। শুধু ধান চাষি নয়, পুলু পোকা থেকে আরম্ভ ব্যবসার কীভাবে তারা বাড়াবে এবং তাল গাছ থেকে কীভাবে তাল গাছের পাতা থেকে সরঞ্জাম বানাবে। এছাড়াও মাছ চাষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন সারগাছির আশ্রমের সেক্রেটারি স্বামী বিশ্বময়ানন্দ জি মহারাজ, খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনী দাস, জেলা পরিষদের কৃষি কর্মদক্ষ অজিফা বেগম, খড়গ্রাম ব্লক কৃষি অধিকর্তা আমজাদ মন্ডল ছাড়াও বিভিন্ন আধিকারিক বৃন্দ ও কৃষকেরা।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধান রোপণে শ্রমিক মিলছে না...! আর দরকারও নেই! এবার চুটকিতে হবে সব সমস্যার সমাধান, দেখে নিন কীভাবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement