Purba Bardhaman News: খুব দূরে নয়! বর্ধমানের এই ৪ জায়গায় দেখতে পাবেন বন্যপ্রাণী, মন ভোলানো পরিবেশ

Last Updated:

Purba Bardhaman News: পার্কে যাওয়ার পরে টিকিট কেটে প্রবেশ করতে হবে ভিতরে। পার্কের সম্পূর্ণ এরিয়া ঘুরে দেখলেই চোখ পড়বে বাঘ, ভাল্লুক, ময়ূর, কুমির-সহ আরও বিভিন্ন প্রাণী। শীতের মরশুমে ঘুরতে যাওয়ার জন্য একদম আদর্শ এই জায়গা।

+
বিশেষ

বিশেষ চারটি জায়গা 

পূর্ব বর্ধমান: একদিন বা দু’দিনের ছুটিতে ঘুরে নিতে পারেন পূর্ব বর্ধমানের এই বিশেষ চারটি জায়গা। পূর্ব বর্ধমানের এই চার জায়গায় ঘুরতে গেলেই দেখতে পাবেন বিভিন্ন রকমের বন্যপ্রাণী। আর এই বন্যপ্রাণীদের দেখার পাশাপাশি বিশেষ অভিজ্ঞতাও হবে সকলেরই। বাঘ, ভাল্লুক, ময়ূর-সহ দেখতে পাবেন বিভিন্ন ধরনের বিদেশি পাখি। শীতের ছুটিতে সময় কাটানোর জন্য একদম আদর্শ পূর্ব বর্ধমানের এই চার জায়গা। পূর্ব বর্ধমানের এই কয়েকটি জায়গা সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত। সর্ব প্রথম যেতে পারেন বর্ধমান শহরের রমনাবাগান জুলজিক্যাল পার্কে। বর্ধমান স্টেশন থেকে স্বল্প দূরত্বে রয়েছে এই জায়গা। পার্কে যাওয়ার পরে টিকিট কেটে প্রবেশ করতে হবে ভিতরে। পার্কের সম্পূর্ণ এরিয়া ঘুরে দেখলেই চোখ পড়বে বাঘ, ভাল্লুক, ময়ূর, কুমির-সহ আরও বিভিন্ন প্রাণী। শীতের মরশুমে ঘুরতে যাওয়ার জন্য একদম আদর্শ এই জায়গা।
এরপর রমনাবাগান থেকে ঘুরে সেদিনই চলে যেতে পারেন আউশগ্রামে। আউশগ্রামের আদুরিয়া জঙ্গলে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ নম্বর ব্লকের আকর্ষণীয় একটি জায়গা হল আদুরিয়া জঙ্গল। স্থানীয় ও বনদফতর সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে কাঁকসার জঙ্গলে, দেউলে পরীক্ষামূলক ভাবে কয়েকটি ময়ূর ছেড়েছিল বনদফতর। পরবর্তীতে উপযুক্ত পরিবেশ পেয়ে সেই ময়ূর বংশবিস্তার করেই আশেপাশের জঙ্গলে ছড়িয়ে পড়েছে। আর সেই মতো আদুরিয়া জঙ্গলেও স্থানীয় বাসিন্দারা ময়ূর দেখতে পেয়েছেন বলে জানাচ্ছেন। বিভিন্ন সময় ঝাঁকে ঝাঁকে ময়ূর দেখা যাচ্ছে। এই শীতের মরশুমে ময়ূর দেখার জন্য পর্যটকরাও ভিড় জমাচ্ছেন এই জায়গায়। আদুরিয়া জঙ্গল ঘুরে সেই দিন বিশ্রাম নিতে পারেন কাছেই ভালকি মাচানের অরণ্য সুন্দরী রিসর্ট অথবা গুসকরা শহরের কাছে কোনও হোটেলে।
advertisement
এরপর পরেরদিন সকাল সকাল চলে যেতে হবে পূর্বস্থলী। পূর্বস্থলীর পৌঁছে তারপর যেতে হবে চুপি পাখিরালয়ে। পূর্ব বর্ধমান জেলা তথা রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র এই জায়গা। বিদেশি পর্যটকরাও ঘুরতে আসেন বর্ধমানের এই জায়গায়। চুপির পাখিরালয়ে গেলেই দেখতে পাবেন একাধিক পরিযায়ী পাখি। এই পাখি দেখলে মুগ্ধ হবে মন। পাখিদের ছবি তুলতে এবং পাখি দেখার জন্য শীতের মরশুমে প্রচুর পর্যটক আসেন এখানে। নৌকায় চেপে পরিযায়ী পাখি দেখতে সত্যিই ভাল লাগবে সকলেরই।
advertisement
advertisement
পরবর্তীতে চুপি থেকে বেরিয়ে চলে আসতে হবে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের কাছে নয়াচর গ্রামে। এই গ্রামে একটি রিসর্ট রয়েছে এবং এখানেই থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এখানে থাকলে দেখতে পাবেন গ্যাঞ্জেটিক ডলফিন অথবা গাঙ্গেয় শুশুক। এছাড়াও নৌকায় চেপে নদীতে ঘুরে দেখতে পাবেন প্রচুর পরিযায়ী পাখি। সবশেষে এখানেই রয়েছে একটা নাইট সাফারির সুযোগ। পায়ে হেঁটে গভীর রাতে উপভোগ করতে পারবেন রোমাঞ্চকর পরিবেশ। দেখতে পাবেন বনবিড়াল, শেয়াল , পেঁচা সহ একাধিক বন্যপ্রাণী।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: খুব দূরে নয়! বর্ধমানের এই ৪ জায়গায় দেখতে পাবেন বন্যপ্রাণী, মন ভোলানো পরিবেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement