জল, জঙ্গল, পাহাড়ের সঙ্গে আবর্জনা! অপরিচ্ছন্ন মুকুটমণিপুরে অস্বস্তিতে পর্যটকেরা

Last Updated:

Mukutmanipur- এমনিতেই আসছেন না পর্যটকেরা, পুজোর দুদিন মাত্র ভিড় থাকার পরও কেন এত আবর্জনা? প্রশ্ন করছেন স্থানীয় এক ব্যবসায়ী।

+
সর্বত্র

সর্বত্র আবর্জনা

বাঁকুড়া: নোংরা আবর্জনা ভরে গেছে মুকুটমণিপুরে। প্লাস্টিকের প্যাকেট থেকে শুরু করে ড্যামের মধ্যে প্লাস্টিকের বোতল, অন্যান্য বারের তুলনায় এবার পুজোর পর যেন আবর্জনায় চাপা পড়েছে মুকুটমণিপুর।
এই আবর্জনার চাপে ব্যতিব্যস্ত স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী এবং পর্যটকরা। বাঁকুড়ার মুখ্য পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর। এই প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত জায়গা, প্রতিনিধিত্ব করে গোটা জেলার। সেই দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতায় বেশ কিছুটা গাফিলতি দেখা গেল।
আরও পড়ুন- আলো আর আলো… কান্দিজুড়ে আতশবাজি প্রদর্শনী! শয়ে শয়ে মানুষের ঢল
এমনিতেই আসছেন না পর্যটকরা, পুজোর দুদিন মাত্র ভিড় থাকার পরও কেন এত আবর্জনা? প্রশ্ন করছেন স্থানীয় এক ব্যবসায়ী। তিনি জানান, পর্যটকেরা ঢোকা মাত্র টোলট্যাক্স থেকে ১০০ টাকা করে নেওয়া সত্ত্বেও পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই হচ্ছে না।
advertisement
advertisement
অনেকেই মুকুটমনিপুর আসেন জল,জঙ্গল এবং পাহাড়ে একটু একাকীত্বে সময় কাটাতে। তবে এমন আবর্জনা থাকলে নষ্ট হয়ে যাবে পরিবেশ। কমে যাবে পর্যটক আনাগোনা। খাতড়া মহকুমার মহকুমা শাসক জানান, প্রশাসনের নজরে এসেছে বিষয়টি।
এদিকে সামনেই উপনির্বাচন। তার আগে যেন পর্যটকদের সামনে গুরুত্ব কমেছে মুকুটমণিপুরে। স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা মনে করেন নতুন কিছু না করলে মুকুটমণিপুরে আর মানুষ আসবে না। তার সঙ্গে বাড়তি চিন্তার কারণ আবর্জনা এবং প্লাস্টিক।
advertisement
আরও পড়ুন- কোলাহলের মাঝে আদিবাসী সংস্কৃতিতে মোড়া আশ্রম! একবেলা কাটিয়ে দিলে শান্তির খোঁজ
কংসাবতী জলাধারের নীল জলরাশি, গোটা জলাধার বিস্তৃত ছোট বড় টিলা, হরিণের দ্বীপ এবং পাহাড়ের উপরে শিবের মন্দির, সঙ্গে নৌকো বিহারের সুবিধা, সবকিছুই অপেক্ষা করছে পর্যটকদের জন্য। তবে  পরিষ্কার পরিচ্ছন্ন মুকুটমনিপুর চাইছে সাধারণ মানুষ এবং পর্যটকরা।
advertisement
পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও। সচেতনতার অভাবে পর্যটকেরাই অপরিষ্কার করছেন ঘোরার জায়গা গুলি, ব্যবহার করা প্লাস্টিক ফেলে দিচ্ছেন যত্রতত্র। একটু সচেতনতা অবলম্বন করার পাশাপাশি প্রশাসন উদ্যোগ নিলে পাল্টে যাবে চিত্র।
নীলাঞ্জন ব্যানার্জী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জল, জঙ্গল, পাহাড়ের সঙ্গে আবর্জনা! অপরিচ্ছন্ন মুকুটমণিপুরে অস্বস্তিতে পর্যটকেরা
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement