South 24 Parganas News: রাজ্যজুড়ে বার্ধক্য ভাতা পেতে সমস্যা, সমাধানে নজির অভিষেকের 'এলাকায়'

Last Updated:

রাজ্যজুড়ে দুয়ারে সরকারের শিবিরে বার্ধক্যভাতা পাওয়ার জন্য প্রচুর আবেদন পত্র জমা পড়ে। এদিকে বিপুল পরিমাণে আবেদন পত্র এসে যাওয়ায় কেন্দ্রীয়ভাবে সেই টাকা ছাড়া হচ্ছে না বললেই চলে। ফলে বিপুল চাপ এসে পড়েছে রাজ্য সরকারের উপর

+
বার্ধক্যভাতার

বার্ধক্যভাতার লাইনে বয়স্ক ব্যক্তিরা

দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যজুড়ে বার্ধক্যভাতা পেতে সমস্যায় পড়েছেন উপভোক্তারা। তবে করোনা কালের মত এই বার্ধক্য ভাতা নিয়েও সমস্যার সমাধানে বিশেষ নজির করগড়লল ডায়মন্ডহারবার লোকসভা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখানে বিশেষ কর্মসূচি নেওয়া হয়। এখানে ৭০ হাজার বৃদ্ধ-বৃদ্ধা পাবেন এই ভাতা। কিন্তু কীভাবে হল এই অসাধ্যসাধন?
এর উত্তর পেতে পিছিয়ে যেতে হবে বেশ কিছুটা। রাজ্যজুড়ে দুয়ারে সরকারের শিবিরে বার্ধক্যভাতা পাওয়ার জন্য প্রচুর আবেদন পত্র জমা পড়ে। এদিকে বিপুল পরিমাণে আবেদন পত্র এসে যাওয়ায় কেন্দ্রীয়ভাবে সেই টাকা ছাড়া হচ্ছে না বললেই চলে। ফলে বিপুল চাপ এসে পড়েছে রাজ্য সরকারের উপর। ফলে আবেদন করেও টাকা পাননি অনেকেই। এই সমস্যার সমধান করতে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক মঙ্গ্যোপাধ্যায় ঘোষণা করেন, তাঁর কেন্দ্রে ৭০ হাজার মানুষের বার্ধক্য ভাতা যাতে ১৫ দিনের মধ্যে তাঁদের অ্যাকাউন্টে ঢুকে যায় সেই ব্যবস্থা তিনি করবেন।
advertisement
advertisement
সেজন্য ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের ৭ টি বিধানসভার প্রতিটা অঞ্চলে এবং ওয়ার্ডে খোলা হয়েছে ‘সাংসদ সহায়তা কেন্দ্র’। সেখানে বার্ধক্য ভাতা পাওয়ার উপযুক্ত ব্যক্তিরা এসে নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে যথোপযুক্ত পর্যন্ত তথ্য জমা দিলে কাজ হয়ে যাবে বলে জানা গিয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
সাংসদ সহায়তা কেন্দ্রে প্রথম দফায় চলবে ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় দফায় ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত কাজ হবে। এরপর আ্যকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকবে। যার ফলে খুশি ডায়মন্ডহারবারের লোকসভার বাসিন্দারা।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: রাজ্যজুড়ে বার্ধক্য ভাতা পেতে সমস্যা, সমাধানে নজির অভিষেকের 'এলাকায়'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement