Mousuni Island: কত মানুষ যান ছুটি কাটাতে, সেই মৌসুনী দ্বীপের কী ভয়াবহ অবস্থা! প্রবল চিন্তায় প্রশাসনও

Last Updated:

Mousuni Island: প্রতিটা এলাকায় গিয়ে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন সেচ দফতরের আধিকারিকরা। সাগরের মহিষামারী থেকে মন্দির তলা প্রতিটা ক্ষতিগ্রস্ত বাঁধ ঘুরে দেখেন।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
বিশ্বজিৎ হালদার,কাকদ্বীপ: আজ, বৃহস্পতিবারও উপকূলীয় এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। বুধবারের মতো দমকা ঝোড়ো বাতাস রয়েছে। যেহেতু আজ দ্বিতীয়া পূর্ণিমার কোটাল রয়েছে, গতকালের মতো আজও পুনরায় নদী ও সমুদ্রে জল বাড়ার সম্ভাবনা। অন্যদিকে গতকাল যে সমস্ত জায়গায় নদী ও সমুদ্রের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল, সে সমস্ত জায়গায় পঞ্চায়েত ও সেচ দফতরের আধিকারিকরা ইতিমধ্যে পরিদর্শন করেছেন।
প্রতিটা এলাকায় গিয়ে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন সেচ দফতরের আধিকারিকরা। সাগরের মহিষামারী থেকে মন্দির তলা প্রতিটা ক্ষতিগ্রস্ত বাঁধ ঘুরে দেখেন। অন্যদিকে সব থেকে ক্ষতিগ্রস্ত নামখানা ব্লকের মৌসুনী দ্বীপের পয়লা ঘেরি ও সল্ট ঘেরি। প্রায় ৩০০ মিটার নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে।
advertisement
advertisement
স্থানীয় মানুষজন ও পঞ্চায়েতের তৎপরতায় অস্থায়ীভাবে মাটি দিয়ে মেরামত করা হয় বাঁধ। গতকালের পর আজও পূর্ণিমার কোটালের জেরে নদী ও সমুদ্রের জল বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে প্রশাসনের তরফে সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে কাকদ্বীপ মহকুমা শাসকের দফতর থেকে।
advertisement
এদিকে, বৃহস্পতিবার ডেবরার কাঁসাই নদীতে জলস্তর বাড়ল। যার জেরে নদীর ভেতরে থাকা অস্থায়ী রাস্তায় ধস নামতে শুরু করেছে। প্রায় বন্ধ বাস,লরি,সহ ভারী যানবাহন চলাচল। আবার যোগাযোগ বিছিন্ন ডেবরা ব্লকের সঙ্গে উত্তরের দুটি অঞ্চলের। ঘুরপথে লোয়াদা ব্রিজ হয়ে সমস্ত লরি,বাস, সবজির গাড়ি, দুধের গাড়িকে যাতায়াত করতে হচ্ছে। প্রতি বছরই বর্ষাকালে ডেবরার টাবাগেড়্যা এলাকায় কাঁসাই নদীতে জল আসলেই এই সমস্যায় পড়তে ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর অঞ্চল ও ২ নং ভরতপুর অঞ্চলের মানুষজনকে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mousuni Island: কত মানুষ যান ছুটি কাটাতে, সেই মৌসুনী দ্বীপের কী ভয়াবহ অবস্থা! প্রবল চিন্তায় প্রশাসনও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement