Money Making Tips: এককালীন খরচে ৫ বছর শুধুই মুনাফা,এই একটা চাষেই 'জ্যাকপট', লাখ লাখ টাকা লাভ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Money Making Tips: ধান-ভুট্টা নয়, এবার বিদেশি এই ফল চাষ করে বাঁকুড়ার কৃষকের মাসিক আয় বেড়েছে কয়েকগুণ
রাইপুর, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: ২২ রকম অসুখের ‘ওষুধ’ ড্রাগন ফল, এই কথা তিনি শুনেছিলেন প্রথম সোশ্যাল মিডিয়ায়। তারপর কৌতূহলবশতই চারা কিনে নিজের জমিতে চাষ শুরু করেন বাঁকুড়া জেলার কৃষক দীলিপ টুডু। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
ন্যূনতম খরচে, কেবল পরিচর্যা করেই লাভের মুখ দেখেন রাইপুর ব্লকের শ্যামসুন্দর পুর গ্রাম পঞ্চায়েতের সামরপচা গ্রামের বাসিন্দা দীলিপ টুডু। আর তাঁর হাত ধরেই রাইপুর ব্লকে প্রথম ড্রাগন ফলের চাষ শুরু হয় বলে মনে করেন তিনি। এখন জেলার অন্যান্য কৃষকদের এই কাজে এগিয়ে আসার উৎসাহ দিচ্ছেন খোদ দীলিপ বাবু। জেলার আর পাঁচটা কৃষকের মতই ধান, ভুট্টা চাষ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
advertisement
আরও পড়ুন: শিক্ষক হিসাবে পরম প্রাপ্তি! বাঁকুড়ার ইংরাজি সহকারী শিক্ষক পেলেন শিক্ষারত্ন ২০২৫, জেলার গর্ব
প্রথাগত এই চাষ করতে যে পরিমাণ খরচ হয়, ফসল বিক্রি করে লাভ দেখা যায় না। বিকল্প পথ খুঁজতেই সোশ্যাল মিডিয়া ঘেঁটে ড্রাগন ফলের কথা জানতে পারেন দীলিপবাবু।
advertisement
ড্রাগন চারা এনে নিজের জমিতে রোপণ করেন। ইউটিউবে চাষের পদ্ধতি জেনে চাষ করেই মেলে সাফল্য । দীলিপবাবুর কথায়, ‘ড্রাগন ফলের যথেষ্ট চাহিদা রয়েছে। চাষ করতে বিশেষ খরচ হয় না। ভালো টাকায় কেজি দরে ড্রাগন ফল বিক্রি হয়।
advertisement
আরও পড়ুন: ভাঙা দেওয়াল বেয়ে নেমেছে বট অশ্বত্থের ঝুরি, দর্শকদের ভিড়ে ভরে থাকা অতীতের সিনেমা হল আজ ভগ্নস্তূপ
ড্রাগন ফল হচ্ছে একটি বিদেশি ফল, বিগত কয়েক বছর ধরে বাঁকুড়ার মাটিতে এই ফল চাষ করে লাভের মুখ দেখছে বহু কৃষক। কখনও বিষ্ণুপুর কখনও বাঁকুড়া, লাল এই ফল চাষ করে, একটি রক্তিম বিপ্লব এনেছেন জঙ্গলমহলের কৃষক দিলীপ টুডু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 8:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Money Making Tips: এককালীন খরচে ৫ বছর শুধুই মুনাফা,এই একটা চাষেই 'জ্যাকপট', লাখ লাখ টাকা লাভ