Money Making Tips: ৫০-১০০ টাকা ইনভেস্ট, তৈরি হবে ২০-২৫ হাজার টাকার জিনিস! ঘরে বসেই সুতো দিয়ে এই কাজ করলে লাভ দেখে কে!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Money Making Tips: শিল্পী ভাবনায় কাজ করতে পারলে উজ্জ্বল ভবিষ্যৎ। ৫০-১০০ টাকার সুতো ব্যবহার করে হাজার হাজার টাকার জরির জিনিস তৈরি করা যেতে পারে।
হাওড়া: এই কাজ শিখতে পারলেই হবেন মালামাল, অল্প দিনে গড়তে পারবেন টাকার পাহাড়! এই জিনিসের দারুণ চাহিদা দেশ-বিদেশে। মাত্র ৫০ -১০০ টাকার কাঁচামাল ব্যবহার করে তৈরি করতে পারেন ২০-৩০ হাজার টাকা মূল্যের জিনিস। যত দিন গড়াচ্ছে এই জিনিসের চাহিদা ক্রমশ বাড়ছে। সারা পৃথিবীজুড়ে এই কাজে প্রতিদ্বন্দ্বী মেলা ভার। বাড়িতে বসেই মাসে হাজার হাজার টাকা উপার্জনের সুযোগ। ক্রেতা খুঁজে আসবে এই কাজের টানে। এই পেশায় রয়েছে আনলিমিটেড আয়ের সুযোগ। সাধারণ সুতো ব্যবহার করা এই কাজ শিখতে পারলেই জীবনে সরকারি চাকরির অভাব ঘুচতে পারে।
হাওড়া জেলা জুড়ে দারুণভাবে প্রচলিত জরির কাজ। বর্তমানে জরির কাজে যুক্ত থাকা অধিকাংশ মানুষের শোচনীয় অবস্থা। কিন্ত এক সময় রমরমিয়ে জরির কাজে বাজার ছিল। হাওড়া জেলায় লক্ষ লক্ষ মানুষ এই পেশার সঙ্গে যুক্ত ছিল। কয়েক বছর আগে পর্যন্ত সহজে প্রতিষ্ঠিত হতে জেলার যুবক এই কাজকেই বেছে নিত সবার আগে। জরির কাজে দক্ষ কারিগর হলে বেশ কদরও ছিল। দক্ষ কারিগরদের ভাল টাকা উপার্জনের সুযোগও থাকত। বর্তমান সময়ে ক্রমশ বাজার পড়ছে জরির কাজের। এমন সময় জরির সূচ-সুতো ব্যবহার করে চোখ ধাঁধানো শিল্পকর্ম ফুটিয়ে তুলছে পাঁচলার শিল্পী অমল পল্যে।
advertisement
advertisement
প্রায় তিন-চার দশকের জরির কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লকডাউনে গৃহবন্দী থেকে জরির কাজে ব্যবহৃত আরির সূচ এবং পলেস্টার সুতো দিয়ে তৈরি করেন পোট্রেট ছবি। দেশ নায়ক নেতাজি, মহত্মা গান্ধী, এপিজে আবদুল কালাম, প্রভুপাদ, মান্না দে, লতা মঙ্গেশকারের মত বিভিন্ন পোট্রেট ছবি এবং রামলালার মূর্তি তৈরি করেছেন শিল্পী অমল বাবু। ইতিমধ্যে এই কাজের প্রশিক্ষণও দিচ্ছেন তিনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে শিল্পী অমল পল্যে জানান, “এই কাজের দারুণ চাহিদা। শিল্পী ভাবনায় কাজ করতে পারলে উজ্জ্বল ভবিষ্যৎ। ৫০-১০০ টাকার সুতো ব্যবহার করে হাজার হাজার টাকার জিনিস তৈরি করা যেতে পারে।”
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 03, 2025 2:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Money Making Tips: ৫০-১০০ টাকা ইনভেস্ট, তৈরি হবে ২০-২৫ হাজার টাকার জিনিস! ঘরে বসেই সুতো দিয়ে এই কাজ করলে লাভ দেখে কে!
