Howrah News: গরমের ছুটিতে তো কি, স্কুল কামাই করে না পড়ুয়ারা! কেন জানলে অবাক হবেন

Last Updated:

গরমের ছুটিতেও ঈশান, সম্রাট, অঙ্কিতা, আফ্রিনা বিদ্যালয়ে আসে বন্ধুদের টানে

+
স্কুল

স্কুল পড়ুয়া

হাওড়া: গরমের ছুটিতেও ঈশান, সম্রাট, অঙ্কিতা, আফ্রিনা বিদ্যালয়ে আসে বন্ধুদের টানে! গত প্রায় ১০ বছর স্কুলে পঠন-পাঠন বন্ধ থাকলেও স্কুলমুখী হয় ওরা। বিদ্যালয়ে রয়েছে বিভিন্ন প্রজাতির ফল, ফুল ও ভেষজ গাছ। যে গাছগুলি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বন্ধুর মত। লেখাপড়ার পাশাপাশি শিক্ষক শিক্ষিকার সঙ্গে গাছের গোড়ার মাটি খুশে দেওয়া জল, সার দেওয়ার মত নানা দায়িত্ব পালন করে থাকে শিক্ষার্থীরাও।
প্রাকৃতিক দুর্যোগ এলে আরও দায়িত্ব বেড়ে যায়। কালবৈশাখী হতেই সাত সকালে স্কুলে হাজির হতে দেখা যায় তামিম, অঙ্কিতা, রাজদীপদের। গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে গাছের ডাল নুয়ে পড়ছে, গোড়ায় জমেছে জল। তৎপরতার সঙ্গে বাগান পরিচর্যার দায়িত্ব পালন করতে দেখা গেল উলুবেড়িয়া বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের।
advertisement
advertisement
ছাত্র-ছাত্রীদের জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ে একটি করে গাছ লাগান এবং সেই গাছে বেলুন বেঁধে রাখি পরিয়ে ছাত্রদের সঙ্গে জন্মদিন পালন হয়ে থাকে। এই রীতি মেনে স্কুলে জন্মদিনে গাছ লাগানোর উৎসব বেশ কয়েক বছর পালিত হচ্ছে। ফলে এক এক করে বিদ্যালয়ে রয়েছে কয়েকশো গাছ। বিদ্যালয় প্রাঙ্গণ আস্ত একখানা ফল-ফুলের বাগান। আবার গত বছর বিদ্যালয় প্রাঙ্গণে ভেষজ উদ্যান তৈরি করা হয়েছে। ফলে বেড়েছে আরও দায়িত্ব। লেখাপড়ার পাশাপাশি সারা বছর বাগান দেখাশোনা। শীত, পুজো এবং গ্রীষ্মের ছুটিতেও দু-একদিন ছাড়া বিশ্ববিদ্যালয় হাজির হয়ে থাকে গাছ পরিচর্চার তাগিদে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গত ৩০ শে এপ্রিল থেকে গরমের ছুটি। এর মধ্য়ে কয়েকদিন অন্তর অন্তর বাগান পরিচর্চা করতে স্কুলে আসার পরিকল্পনা রয়েছে বলেই জানায় ছাত্র-ছাত্রীরা। এ প্রসঙ্গে উলুবেড়িয়া বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত জানান, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ছাত্র-ছাত্রীরা এভাবেই দায়িত্বের সঙ্গে বিদ্যালয়ের বাগান পরিচর্যা করছে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: গরমের ছুটিতে তো কি, স্কুল কামাই করে না পড়ুয়ারা! কেন জানলে অবাক হবেন
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement