West Bengal News: টিফিনের সময়ই শুরু হত 'সেই সব', প্রাইমারি শিক্ষককে পুলিশের হাতে তুলে দিল অভিভাবকরা!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: ক্ষুব্ধ অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন শনিবার সন্ধ্যায়।
#কৃষ্ণগঞ্জ: প্রাইমারি স্কুলের শিক্ষককে পুলিশের হাতে তুলে দিল অভিভাবকরা। ছাত্রীদের ক্লাসে আটকে রেখে তাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে। নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাজদিয়ার গোয়ারি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযুক্ত শিক্ষক পঙ্কজ বিশ্বাস।
ক্ষুব্ধ অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন শনিবার সন্ধ্যায়। অভিযোগ ওই শিক্ষক টিফিন টাইমে ছাত্রদের ঘর থেকে বের করে দিত। ছাত্রীদের ক্লাস রুমে বসিয়ে রেখে তাদের সঙ্গে অশালীন আচরণ করত। বিষয়টি জানাজানি হতেই অভিভাবক এবং গ্রামবাসীরা শনিবার বিকেলে ওই শিক্ষকের বাড়িতে চড়াও হয়। তারপরে শিক্ষককে পুলিশের হাতে তুলে দেন।
advertisement
advertisement
রবিবার কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ স্কুলে নদিয়া জেলা প্রাইমারি শিক্ষা সংসদের চেয়ারম্যান আসেন পাশাপাশি পুলিশ ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। উপযুক্ত শাস্তির দাবি তোলেন তিনি।
advertisement
রবিবার অভিযুক্ত শিক্ষককে কৃষ্ণনগর আদালতে পেশ করা হবে।
ধৃতের বিরুদ্ধে ১২ নম্বর পকসো ও ৩৫৪বি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2022 12:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: টিফিনের সময়ই শুরু হত 'সেই সব', প্রাইমারি শিক্ষককে পুলিশের হাতে তুলে দিল অভিভাবকরা!