South 24 Parganas News: মাটির হাঁড়িতেই দীর্ঘদিন থাকে সতেজ! বেশি দাম দিয়েও হাঁড়িতে রাখা মোয়াই কিনছেন ক্রেতারা!
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
জি আই ট্যাগ পাওয়া জয়নগরের মোয়া সারা বিশ্বেই সমাদৃত। তবে এই মোয়া মাটির হাঁড়িতেই ভাল থাকে। তাই মোয়া সমেত হাঁড়ি রং করে, ভালো করে প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া হচ্ছে দূর দূরান্তের ক্রেতাদের কাছে।
দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর ,সুমন সাহা: জি আই ট্যাগ পাওয়া জয়নগরের মোয়া সারা বিশ্বেই সমাদৃত। তবে এই মোয়া মাটির হাঁড়িতেই ভাল থাকে। তাই মোয়া সমেত হাঁড়ি রং করে, ভালো করে প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া হচ্ছে দূর দূরান্তের ক্রেতাদের কাছে। ফলে মাটির হাঁড়ি বিক্রির চাহিদা যেমন বাড়ছে, তেমনই মাটির হাঁড়িতেই মোয়া কিনতে জয়নগর, বহডুতে দোকানে দোকানে ভিড় বাড়ছে ক্রেতাদের।
সম্প্রতি দেখা গেল, বহডু, জয়নগরে মোয়ার দোকানের সামনে ঢেলে বিক্রি হচ্ছে মাটির হাঁড়ি। মাপের উপর নির্ভর করে দাম ৩০ থেকে ৭০ টাকা পর্যন্ত। এক মোয়া ব্যবসায়ী বলেন, এক কিলোর হাঁড়ির দাম ৩০ টাকা। আবার দু’কিলো হাঁড়ির দাম ৫০ টাকা। তবে হাঁড়ি কিনে তা রং করে সাজিয়ে তুলতে খরচ পড়বে ৮০ টাকা। এই প্যাকেজিংটা করতেই কিছুটা সময় লেগে যাচ্ছে। আসলে অনেক ক্রেতা কাউকে উপহার দেওয়ার জন্য এভাবে হাঁড়ি করে মোয়া কিনে নিয়ে যাচ্ছেন। এছাড়া কেউ আলাদা করে অর্ডার করলেও স্পেশাল মোয়ার হাঁড়ি বানিয়ে দেওয়া হয়। আর বিয়ে বাড়ির তত্ত্ব সাজাতেও মাটির হাঁড়ির মোয়া যাচ্ছে। অন্য মোয়া ব্যবসায়ী বলেন, মাটির হাঁড়ির ভালই চাহিদা তৈরি হয়েছে। এক কিলোর মাটির হাঁড়ি রং করে প্যাকেজিং করতে ১০০ টাকা খরচ হয়ে যায়। এই এক কিলো হাঁড়িতে ভালো মোয়া কিনতে ৬০০ টাকা লেগে যাবে। হাঁড়ি ভর্তি মোয়া সাতদিন ভালো থেকে যায়। পাশাপাশি, গন্ধও খুব ভালো থাকে। এই হাঁড়ি ভর্তি মোয়াই জেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 02, 2026 9:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মাটির হাঁড়িতেই দীর্ঘদিন থাকে সতেজ! বেশি দাম দিয়েও হাঁড়িতে রাখা মোয়াই কিনছেন ক্রেতারা!









