Crime News|| কী কাণ্ড! চুপিসারে বন্ধু নিয়ে বাড়ি ঢুকল বৌমা, শাশুড়িকে অজ্ঞান করে টাকা-সোনা নিয়ে ধাঁ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Missing house wife entered house looted money, gold: শাশুড়িকে বাড়িতে একা পেয়ে রুমালে অজ্ঞান করার ওষুধ দিয়ে শাশুড়ির নাকে ঠেসে ধরে অজ্ঞান করে দেয় বৌমা। এরপর বাড়ি থেকে সোনার গয়না, টাকা-পয়সা যা ছিল, সব নিয়ে চম্পট দেয়।
#বনগাঁ: শাশুড়িকে অজ্ঞান করে টাকা পয়সা সোনার গয়না নিয়ে পালাল পুত্রবধূ এবং তার বন্ধু। শাশুড়িকে বাড়িতে একা পেয়ে রুমালে অজ্ঞান করার ওষুধ দিয়ে শাশুড়ির নাকে ঠেসে ধরে অজ্ঞান করে দেয় বৌমা। এরপর বাড়ি থেকে সোনার গয়না, টাকা-পয়সা যা ছিল, সব নিয়ে চম্পট দেয়।
সোমবার সকাল ১০'টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার শিশুবাগান পাড়া এলাকায়। অভিযুক্ত বৌমার নাম মুক্তি মালাকার সাহা। প্রায় ঘন্টা খানিক পর শাশুড়ি শিলা সাহার জ্ঞান ফিরতেই তিনি দেখেন ঘরের আলমারি ভাঙা, গয়না, টাকা সব কিছু নিয়ে পালিয়েছে বৌমা। তিনি এবং তাঁর ছোট ছেলে শঙ্কর সাহাকে বনগাঁ থানার দারস্থ হয়েছেন৷
advertisement
advertisement
আরও পড়ুন: শ্রাবণ সোমবারে জল ঢালতে বেরিয়েছিল ৯ জনের দল, পথে মর্মান্তিক মৃত্যু ২ ভক্তের
শঙ্কর সাহার দাবি, "চার মাস আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল আমার বউ মুক্তি। থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলাম। হঠাৎই আজ সকালে এক বন্ধুকে নিয়ে বাড়িতে আসে। তখন আমরা কেউ বাড়িতে ছিলাম না। মাকে অজ্ঞান করে মুক্তি এবং তাঁর বন্ধু সোনা, টাকা নিয়ে পালিয়ে যায়। থানায় অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ ।
advertisement
অনিরুদ্ধ কির্তনীয়া
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2022 7:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News|| কী কাণ্ড! চুপিসারে বন্ধু নিয়ে বাড়ি ঢুকল বৌমা, শাশুড়িকে অজ্ঞান করে টাকা-সোনা নিয়ে ধাঁ