হাত-মুখ বাঁধল দুষ্কৃতীরা, ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে চলল দেদার লুঠপাঠ
Last Updated:
#বনগাঁ: মাঝ রাতে ঘরে ঢুকে পরিবারের সকলকে দড়ি দিয়ে বেধে ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয়াবহ ডাকাতি। আতঙ্কিত পরিবার। ঘটনাটি অশোকনগর থানার প্রফুল্লনগর এলাকার ঘটনা।
advertisement
সৌমেন মুখোপাধ্যায় ৬৪ অবসরপ্রাপ্ত সরকারী কর্মী৷ তাকে বেধে রাখা হল৷ শ্বাশুরি কনিকা মুখোপাধ্যায়কেও বেঁধে ধারালো অস্ত্র ঠেকিয়ে ওপরের ঘরে নিয়ে যাওয়া হয়৷ এই অবস্থায় ওপরে মহিলাকে ওপরে নিয়ে যাওয়া হয়৷ সেখানে গিয়ে ছেলেকে ডাকতে বাধ্য করে ডাকাত দল৷ এরপর ছেলে সৌরভ মুখোপাধ্যায়কে দড়ি দিয়ে বেঁধে প্রায় দুঘন্টা লুটপাট চালানো হয়। ডাকাতি করে পালানোর সময় চারজনকে বেধে রেখে চলে যায় তারা।
advertisement
আরও দেখুন
পাঁচ হাজার টাকা নগদ এবং সোনার গয়না লুঠ করা হয়েছে৷ সঙ্গে চারটে মোবাইল, লেপটপও নিয়ে গিয়েছে ডাকাত দল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2019 3:18 PM IST