দিদিকে বলো অনুষ্ঠান সেরে ফেরার পথে উল্টে গেল গাড়ি, আহত বিধায়ক
Last Updated:
#ধুপগুড়ি: নিয়মমত গিয়েছিলেন দিদিকে বলো অনুষ্ঠানে যোগ দিতে৷ কিন্তু ফেরার পথেই ঘটে গেল বিপত্তি৷ দিদিকে বলো অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে বিধায়কের গাড়ি৷ দুর্ঘটনাটি ঘটে ৩১ নম্বর জাতীয় সড়কে৷ মঙ্গলবার সকালে বাড়ি ফেরার পথে ধুপগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডে ৩১ নম্বর জাতীয় সড়কে একটি মোটর বাইককে বাঁচাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়ি৷ এরপরই টাল সামলাতে না পেরে গাড়িটি উল্টে যায়।
advertisement
গুরুতর আহত হন বিধায়কের গাড়ি চালক এবং সিকিউরিটি গার্ড। গাড়িচালক কবিরকে নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। বিধায়কও জখম হয়েছেন৷ তার পিঠে তিনটি হাড় আঘাত পেয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2019 2:49 PM IST