Bollywood Gossip: একের পর এক ব্লকবাস্টারে তাঁর ঠুমকায় ঘায়েল হয়েছেন দর্শকরা, কিন্তু বিবাহিত পুরুষের প্রেমে পড়ে হাবুডুবু, ঘর বাঁধা হল না
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Bollywood Gossip: রেখা একাই নন, বিবাহিত পুরুষকে ভালবেসে একা থেকে গিয়েছেন আশা পারেখও, দ্য হিট গার্ল-এর গল্পটা জানতে ইচ্ছে করছে না?
: বলিউডের রুপোলি পর্দা এক সময়ে ঝলমল করত তাঁর আঁখির কটাক্ষে, লাস্যে আর হাস্যে, তাঁর নৃত্যকুশলতা ঝড় তুলত দর্শকের বুকে। তিনি রাজেশ খান্না, ধর্মেন্দ্র এবং জিতেন্দ্রর মতো তারকাদের সঙ্গে সুপারহিট এবং ব্লকবাস্টার সব ছবিতে অভিনয় করেছিলেন, অভিনীত প্রতিটি চরিত্রর রোম্যান্স জীবন্ত করে তুলেছিলেন, কিন্তু বাস্তব জীবনে তিনি সর্বদাই সত্যিকারের ভালবাসার জন্য আকুল ছিলেন।
advertisement
আমরা যে অভিনেত্রীর কথা বলছি তিনি আর কেউ নন, তিনি আশা পারেখ। তিনি রাজেশ খান্না এবং ধর্মেন্দ্রের সঙ্গে অসংখ্য ছবিতে কাজ করেছেন। তাঁর ছবি, বিশেষ করে রাজেশ খান্নার সঙ্গে বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। তিনি একসময়ে জুবিলি গার্ল নামেও পরিচিত ছিলেন, পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন। এ হেন প্রতিভাময়ী নায়িকা আশা পারেখ প্রেমের জন্য এতটাই ত্যাগ স্বীকার করেছিলেন যে তিনি সারা জীবন অবিবাহিতই থেকে গেলেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement