দুর্গাপুজো মিটতেই চলে এল কালীপুজো! এই বছর শ্যামা মায়ের আরাধনা কবে? ২০ অক্টোবর না ২১? জেনে নিন সঠিক দিনক্ষণ!

Last Updated:
দুর্গাপুজো শেষ হয়েছে। দুর্গাপুজোর পরেই লক্ষ্মীপুজো, এবং এর পরই সকলে অপেক্ষায় থাকে কালীপুজোর। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজনবিদিত। দুর্গাপুজো শেষ হতেই শুরু হয়ে যায় দীপাবলির প্রস্তুতি।
1/5
যাঁরা এই ব্রত পালন করেন, তাঁরা উপবাস ভঙ্গ করুন সাত্ত্বিক আহার গ্রহণ করে৷ পুজোর প্রসাদ গ্রহণ করেও উপবাস ভাঙতে পারেন৷ এই পুণ্যতিথিতে ভুলেও আমিষ খাবার, তামসিক আহার গ্রহণ করবেন না৷ খাবেন না কোনও নেশাজাতীয় খাবার৷ (ছবি: ফেসবুক)
দুর্গাপুজো শেষ হয়েছে। দুর্গাপুজোর পরেই লক্ষ্মীপুজো, এবং এর পরই সকলে অপেক্ষায় থাকে কালীপুজোর। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজনবিদিত। দুর্গাপুজো শেষ হতেই শুরু হয়ে যায় দীপাবলির প্রস্তুতি।
advertisement
2/5
কুয়ো বা কোনও গর্তে এক চামচ দুধ ঢেলে দেখুন ৷ জীবন আগের থেকে আরও সুন্দর হতে পারে ৷ নেগেটিভ সমস্ত কিছুই দূর হবে অতি সহজেই ৷ প্রতীকী ছবি ৷
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো বা শ্যামা পুজো । কালী মায়ের আরাধনায় যাতে কোনও ত্রুটি না থাকে, তাই তার চেষ্টা চলে জোরকদমে। মন্দিরে ছাড়াও যাদের বাড়িতে কালীপুজো হয়, তারাও বেশ কিছুদিন আগে থেকেই লেগে পড়েন কালীপুজোর কাজে।
advertisement
3/5
জীবনে নানান নতিবাচক প্রভাব বিস্তার করতে চলেছে ৷ টোটকায় জীবন আগের থেকে আরও সুন্দর হবে ৷ দুধের টোটকা প্রয়োগ করলে নেতিবাচক প্রভাব বিস্তার করবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে। যদিও অনেকে দীপাবলিতে লক্ষ্মী -গণেশের পুজো করেন। জানুন এবছরের কালী পুজোর দিনক্ষণ, শুভ সময় ও অমাবস্যা তিথি ।
advertisement
4/5
কৌশিকী অমাবস্যায় এক বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে পারেন ৷ কয়েকটি টোটকায় জীবনে উন্নতির ধারা বজায় রাখবে ৷ প্রতীকী ছবি ৷
কালীপুজো ২০২৫ -এর নির্ঘণ্টকালীপুজোর তারিখ - ২০ অক্টোবর (২ কার্তিক), সোমবার।অমাবস্যা তিথি - ২০ অক্টোবর, দুপুর ২:৫৫ থেকে ৩ অক্টোবর বিকেল সন্ধ্যা ৪:২৫ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।
advertisement
5/5
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হবে আজ বা সোমবার, সকাল ১১টা ৭ মিনিট ১৯ সেকেন্ডে। তার পর এই পুণ্যদায়ী অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার ১২ জ্যৈষ্ঠ বা ২৭ মে সকালের কিছুটা সময় পর্যন্ত৷ সেদিন সকাল ৮টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত থাকবে এই পুণ্যতিথি৷ (ছবি: ফেসবুক)
দেবী কালীর পুজোর প্রার্থনা মন্ত্র'এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ'প্রণাম মন্ত্র'ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং হ্রীং হ্রীং স্বহা। ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণীধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।'
advertisement
advertisement
advertisement