Bangla News|| মথুরাপুরের বরখান গাজীর অলৌকিক শক্তির মাহাত্ম্য, আজও লক্ষ মানুষের বিশ্বাস

Last Updated:

Bangla News: মথুরাপুরের বরখান গাজীর অলৌকিক শক্তিকে আজও বিশ্বাস করেন লক্ষ বাসিন্দা। আর সে জন‍্য প্রতিবছর তাঁর পুজো উপলক্ষ্যে আয়োজিত মেলায় উপস্থিত হন তাঁরা। নিজের বিভিন্ন মনস্কামনা পূরন করতে মানত করেন তাঁরা।

+
বরখান

বরখান গাজীর মূর্তি

মথুরাপুর: মথুরাপুরের বরখান গাজীর অলৌকিক শক্তিকে আজও বিশ্বাস করেন লক্ষ লক্ষ বাসিন্দা। সে জন‍্য প্রতিবছর তাঁর পুজো উপলক্ষ্যে আয়োজিত মেলায় উপস্থিত হন তাঁরা। নিজের বিভিন্ন মনস্কামনা পূরণ করতে মানত করেন তাঁরা। জল জঙ্গলে মোড়া সুন্দরবন। যার নামের সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন লোকগাথা। আজও এই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা নিজেদের মত করে পালন করেন বিভিন্ন উপাচার। পুজো দেন বিভিন্ন স্থানীয় দেবতাদের।
সুন্দরবনের এমনই এক লৌকিক দেবতা হলেন বরখান গাজী। লোককথা অনুযায়ী, বর্তমান দক্ষিণ ২৪ পরগণার বেলে আদমপুর মতান্তরে বৈরাটনগর গ্রামে তাঁর জন্ম। নদী, জঙ্গল অধ‍্যুষিত এই অঞ্চলের বাঘ, কুমীর, সাপ এবং অন‍্যান‍্য প্রাণীকে যখন ইচ্ছা বশ করতে পারতেন তিনি। কুমীরের দেবতা কালুগাজীর বন্ধু তিনি। তবে জীবদ্দশায় বাঘের রাজা দক্ষিণরায়ের সঙ্গে একাধিকবার যুদ্ধে জড়ান তিনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দার্জিলিংয়েও তাপপ্রবাহ! জ্যৈষ্ঠের দাবদাহে ছারখার বাংলা, কবে থেকে বৃষ্টি? রইল সর্বশেষ আপডেট
গাজী বাবার অলৌকিক ক্ষমতা সম্পর্কে নানা প্রবাদ প্রচলিত আছে এলাকায়। জনশ্রুতি অনুযায়ী জল জঙ্গলের অধ‍্যুষিত এই এলাকায় বরখান গাজীর পুজো করলে বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। জীবদ্দশায় অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। সে জন‍্য তাঁর সাথে আছে ঘোড়ার যোগ। আর ঠিক সে কারণেই বরখান গাজীর পুজো উপলক্ষে আয়োজন করা হয় ঘোড়াছুট। দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরেও এই পীর বরখান গাজী পূজিত হন। এ বছর এই মেলায় উপস্থিত হয়েছিলেন প্রায় ৪ লক্ষ মানুষ।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| মথুরাপুরের বরখান গাজীর অলৌকিক শক্তির মাহাত্ম্য, আজও লক্ষ মানুষের বিশ্বাস
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement