Bangla News: রাতারাতি লাখপতি, একের পর এক অ্যাকাউন্টে ঢুকছে ৫ লক্ষ ৩৫ হাজার ৩৩৪ টাকা! কী ভাবে?

Last Updated:

রাতারাতি লাখপতি! এলাকার বহু মানুষজনের নাম একসঙ্গে লাখপতির তালিকায় ঢুকে পড়ায় শোরগোল শুরু হয়েছে ভগবানপুর এলাকায়। (Bangla News)

#হলদিয়া: রাতারাতি লাখপতি! এলাকার বহু মানুষজনের নাম একসঙ্গে লাখপতির তালিকায় ঢুকে পড়ায় শোরগোল শুরু হয়েছে ভগবানপুর এলাকায়। প্রত্যেকের অ্যাকাউন্টের ব্যালেন্স হঠাৎ করেই ৫ লক্ষ ৩৫ হাজার ৩৩৪ টাকা হয়ে গেছে।
বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের ভগবানপুর থানার ভীমেশ্বরী বাজার শাখা ও কলবেড়িয়া শাখার গ্রাহকদের মধ্যে শ্যামচক, শ্রীকান্তপুর, গুমকিয়া এইসব এলাকাগুলির একাধিক এই ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকেছে এই ৫ লক্ষেরও বেশি টাকা।
রাতারাতি লাখপতি রাতারাতি লাখপতি
advertisement
ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই স্থানীয় সাইবার ক্যাফে গুলিতে গ্রাহকদের লম্বা লাইন। ব্যালান্স চেক করে দেখে সকলেরই চক্ষু চড়কগাছে ওঠার অবস্থা। গ্রামের মানুষজন গ্রাহকদের অনেকেরই বাড়িতে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। সেখানে এভাবে একসঙ্গে এত টাকা কী ভাবে অ্যাকাউন্টে এল, তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না কেউই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: রাতারাতি লাখপতি, একের পর এক অ্যাকাউন্টে ঢুকছে ৫ লক্ষ ৩৫ হাজার ৩৩৪ টাকা! কী ভাবে?
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement