Soumen Mahapatra: শুভেন্দুর জেলায় বুক চিতিয়ে কাজের পুরস্কার, শপথ নিয়ে তমলুক পৌঁছলেন সৌমেন মহাপাত্র

Last Updated:

আজ মন্ত্রীত্বের শপথ নিয়ে নিজের বিধানসভা কেন্দ্র তমলুকে যান সৌমেন মহাপাত্র। সেখানে পৌঁছে দলীয় কর্মী-সমর্থকদের মিষ্টিমুখ করান রাজ্যের নতুন সেচমন্ত্রী ।

সৌমেন মহাপাত্র। ফাইল ছবি।
সৌমেন মহাপাত্র। ফাইল ছবি।
#তমলুকঃ 'বর্ষা নামার আগেই বন্যা রোধে কাজ কাজ করবে সেচ দফতর।' শপথ নেওয়ার পরেই জানালেন রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। আজ মন্ত্রীত্বের শপথ নিয়ে নিজের বিধানসভা কেন্দ্র তমলুকে যান তিনি। সেখানে পৌঁছে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি দলীয় কর্মীদের মিষ্টিমুখ করান রাজ্যের নতুন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র।
এ দিন তমলুকে নিজের কার্যালয়ে আসেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। তমলুকের কর্মী-সমর্থকেরা ফুলের তোড়া এবং মিষ্টি তুলে দেন মন্ত্রীর হাতে। পরপর তিনবার মমতা বন্দোপাধ্যায়ের মন্ত্রী সভায় কাজ করার সুযোগ পেয়ে খুশি মন্ত্রী নিজেও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তমলুকের তৃণমূল বিধায়ক। নবনিযুক্ত মন্ত্রী সৌমেন মহাপাত্র জানান, "সেচ মন্ত্রী হিসেবে আমার প্রথম কাজ হবে অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা।" পাশাপাশি ঘাটাল মাস্টারপ্ল্যান সম্পন্ন করাও তাঁর অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন মন্ত্রী।
advertisement
advertisement
SUJIT BHOWMICK
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Soumen Mahapatra: শুভেন্দুর জেলায় বুক চিতিয়ে কাজের পুরস্কার, শপথ নিয়ে তমলুক পৌঁছলেন সৌমেন মহাপাত্র
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement