Nandigram Election Results: নন্দীগ্রামে অনেকটা এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, উল্লাসে মাতোয়ারা সমর্থকরা
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
শুভেন্দু অধিকারীকে পিছনে ফেলে নন্দীগ্রামে ৪৬০০ ভোটে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
#নন্দীগ্রাম: এবার নন্দীগ্রামেও (Nandigram Election Results) খেলা ঘুরল। শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) পিছনে ফেলে নন্দীগ্রামে ১২ রাউন্ড গণনার শেষে ৪৬০০ ভোটে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerje)। ১১ রাউন্ড থেকেই ক্রমেই ব্যবধান বাড়াচ্ছেন তৃণমূলনেত্রী। নন্দীগ্রাম ছাড়াও গোটা রাজ্যেই তৃণমূলের ঝড় দেখা যাচ্ছে। তৃণমূল বলছে, বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগানকে প্রমাণ করা এখন কেবল সময়ের অপেক্ষা। এমনকি গত লোকসভা নির্বাচনে পিছিয়ে থাকা জেলা মালদহ, ঝাড়গ্রাম, নদিয়া জেলাতেও তৃণমূলের প্রার্থীদের ফল অভাবনীয়।
২০২১ নির্বাচনে বিজেপির টার্গেট ছিল এবার পূর্ব-মেদিনীপুর, বলা হচ্ছিল শুভেন্দু অধিকারীর গড় এই এলাকা। তাঁকেই পোস্টার বয় বানিয়ে লড়াইয়ে নেমেছিল বিজেপি। কিন্তু ভোটের দিন বেলা গড়াতে দেখা যাচ্ছে ব্র্যান্ড মমতার সামনে দাঁড়াতেই পারছে না বিজেপি।
শুভেন্দু অধিকারী বলেছিল মাননীয়াকে হাফ লাখ ভোটে হারাব।আর মমতা বলেছিলেন, এক পায়েই খেলা দেখাবেন। ভোটের ফল যতই এগোচ্ছে ততই প্রকট হচ্ছে তৃণমূলের খেলা। তৃণমূল নেত্রীর করিশ্মাতেই এই বাজিমাত মানছে সবাই।
advertisement
advertisement
এ দিন নন্দীগ্রামের প্রথম দফার গণনা শেষে সামান্য হলেও পিছিয়ে পড়ে তৃণমূল। প্রথম রাউন্ড ভোটের শেষে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৫৭৯০ টি ভোট। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পান ৭২৮৭টি ভোট। বলাই বাহুল্য গোটা দেশের নজরই রয়েছে এই নন্দীগ্রাম কেন্দ্রটিতে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরই নন্দীগ্রামে হাতিয়ার করেছিলেন মেরুকরণের রাজনীতিকে। অন্য দিকে গোটা রাজ্যে দুই তৃতীয়াংশ আসনে জয়ের বিষয়ে মমতা আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় তাস করেছিলেন মহিলা ভোট এবং তাঁর উন্নয়নমূলক কাজকেই। এদিন তৃণমূল প্রথম থেকেই বলছিল প্রথম রাউন্ডের ফলে অবশ্য কিছুই বলা যায় না। উল্টে যেতে পারে যে কোনও সমীকরণ, সেই ফলই ফলতে শুরু করেছে এবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2021 2:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram Election Results: নন্দীগ্রামে অনেকটা এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, উল্লাসে মাতোয়ারা সমর্থকরা