Nandigram Election Results: নন্দীগ্রামে বাকি মাত্র তিন রাউন্ড গণনা, এখনও এগিয়ে মমতা

Last Updated:

নন্দীগ্রামের ভোটের ফল আর কিছুক্ষণেই। চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

নন্দীগ্রামে এখনও এগিয়ে মমতা।
নন্দীগ্রামে এখনও এগিয়ে মমতা।
#কলকাতা: বলেছিলেন ভাঙা পায়ে খেলা হবে। খেলই  দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্যে যখন ঘাসফুলের সুনামি নন্দীগ্রামেও কট্টর টক্কর দিচ্ছেন তৃণমূল নেত্রী। বড় ব্যবধানে এগিয়ে থেকেও আপাতত পিছিয়ে শুভেন্দু অধিকারী।  এই মুহূর্তে নন্দীগ্রামে ১৫ রাউন্ড গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন ১৯০০ ভোটে। ভোটগণনা শেষ হতে বাকি আর মাত্র তিন রাউন্ড।
নন্দীগ্রামে ১২ রাউন্ড গণনার শেষে ৪৬০০ ভোটে এগিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerje)। ১১ রাউন্ড থেকেই ক্রমেই ব্যবধান বাড়াচ্ছিলেন তৃণমূলনেত্রী। যদিও বিনা যুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়েননি তাঁরই এক সময়ের প্রধান সেনাপতি শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামকে বাদ দিলে, গোটা রাজ্যেই তৃণমূলের ঝড় দেখা যাচ্ছে। তৃণমূল বলছে, বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগানকে প্রমাণ করা এখন কেবল সময়ের অপেক্ষা। এমনকি গত লোকসভা নির্বাচনে পিছিয়ে থাকা জেলা মালদহ, ঝাড়গ্রাম, নদিয়া জেলাতেও তৃণমূলের প্রার্থীদের ফল অভাবনীয়। জয় এসেছে মুর্শিদাবাদেও।
advertisement
advertisement
২০২১ নির্বাচনে বিজেপির টার্গেট ছিল এবার পূর্ব-মেদিনীপুর, বলা হচ্ছিল শুভেন্দু অধিকারীর গড় এই এলাকা। তাঁকেই পোস্টার বয় বানিয়ে লড়াইয়ে নেমেছিল বিজেপি। কিন্তু ভোটের দিন বেলা গড়াতে দেখা যাচ্ছে ব্র্যান্ড মমতার সামনে দাঁড়াতেই পারছে না বিজেপি।
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েই নন্দীগ্রাম প্রসঙ্গে বলেছিল মাননীয়াকে হাফ লাখ ভোটে হারাব।আর মমতা বলেছিলেন, ভাঙা পায়েই খেলা দেখাবেন। ভোটের ফল যতই এগোচ্ছে ততই প্রকট হচ্ছে তৃণমূলের খেলা। তৃণমূল নেত্রীর করিশ্মাতেই  গোটা রাজ্যে বাজিমাত মানছে সবাই।
advertisement
এ দিন নন্দীগ্রামের প্রথম দফার গণনা শেষে সামান্য হলেও পিছিয়ে পড়ে তৃণমূল। প্রথম রাউন্ড ভোটের শেষে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৫৭৯০ টি ভোট। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পান ৭২৮৭টি ভোট। বলাই বাহুল্য গোটা দেশের নজরই রয়েছে এই নন্দীগ্রাম কেন্দ্রটিতে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরই নন্দীগ্রামে হাতিয়ার করেছিলেন মেরুকরণের রাজনীতিকে। অন্য দিকে গোটা রাজ্যে দুই তৃতীয়াংশ আসনে জয়ের বিষয়ে মমতা আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় তাস করেছিলেন মহিলা ভোট এবং তাঁর উন্নয়নমূলক কাজকেই। এদিন তৃণমূল প্রথম থেকেই বলছিল প্রথম রাউন্ডের ফলে অবশ্য কিছুই বলা যায় না। উল্টে যেতে পারে যে কোনও সমীকরণ, সেই ফলই ফলতে শুরু করেছে এবার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram Election Results: নন্দীগ্রামে বাকি মাত্র তিন রাউন্ড গণনা, এখনও এগিয়ে মমতা
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement