#নন্দীগ্রাম: নন্দীগ্রামের প্রথম দফার গণনা শেষে সামান্য হলেও পিছিয়ে পড়ল তৃণমূল। প্রথম রাউন্ড ভোটের শেষে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৭৯০ টি ভোট। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পেয়েছেন ৭২৮৭টি ভোট। অর্থাৎ প্রথম রাউন্ডে গণনার শেষে এই কেন্দ্রে ১০০০-এর বেশি ব্যবধান রাখেছেন শুভেন্দু। উল্লেখ্য গোটা পূর্ব মেদিনীপুরেই প্রথম রাউন্ডের ফলে অ্যাডভান্টেজে বিজেপিই।
বলাই বাহুল্য গোটা দেশের নজরই রয়েছে এই নন্দীগ্রাম কেন্দ্রটিতে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফ লাখ অর্থাৎ পঞ্চাশ হাজার ভোটে হারাবেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও আত্মবিশ্বাসী জয়ের বিষয়ে। প্রথম রাউন্ডের ফলে অবশ্য কিছুই বলা যায় না। উল্টে যেতে পারে যে কোনও সমীকরণ।
এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। এই খবরটি সবিস্তারে আসছে কিছুক্ষণেই। খবরটি বিস্তারিত পড়তে অল্প সময় পরে পাতাটি রিফ্রেশ করুন। ভোটের দিন ঘোষণা থেকে ফল-প্রতিদিন প্রতিটি পুঙ্খানুপুঙ্খ আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। আপনাকে সত্যনিষ্ঠ, নির্ভুল খবর দিতে আমরা বদ্ধপরিকর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।