Haldia Waterlogged : দিনভর বৃষ্টিতে চরম দুর্ভোগ! অশনি সঙ্কেতে প্রমাদ গুনছে শিল্প শহর হলদিয়া...

Last Updated:

Haldia Waterlogged : জলের তলায় হলদিয়ার(Haldia Waterlogged) গোটা টাউনশিপ এলাকা। সারারাত জুড়ে বৃষ্টি চলায় চরম দুর্ভোগে হলদিয়ার বাসিন্দারা(Haldia)।

গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে নিম্নচাপের(Depression) জেরে টানা বৃষ্টি চলছেই দক্ষিণবঙ্গে। বৃষ্টির সঙ্গে সঙ্গে হলদি নদীতে জল বাড়ায় ভয়ঙ্কর অবস্থা হলদিয়ার টাউনশিপ এলাকার। রীতিমতো জলবন্দী ছবি হলদিয়ার টাউনশিপ অঞ্চল জুড়ে। জলের তোড়ে বোঝার উপায় নেই কোনটা ডাঙা আর কোনটা নদী। ডুবছে রাস্তাঘাট। ডুবেছে রাস্তার ওপর থাকা গাড়িও। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বেশিরভাগ এলাকা। মোবাইল পরিষেবাতেও প্রভাব পড়তে শুরু করেছে। বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশংকায় দিন কাটাচ্ছেন হলদিয়াবাসী।
advertisement
জল যন্ত্রণার হাত থেকে বাঁচতে তাই নিজেদের জলমগ্ন বাড়ি ছেড়ে হলদিয়ার টাউনশিপ এলাকার বাসিন্দারা মাথা গুঁজলেন উঁচু ফ্ল্যাট বাড়িতে! ঘরের মধ্যে জল ঢুকে পড়ায় বাধ্য হয়েই নিজেদের বাড়ি ছাড়লেন হলদিয়ার টাউনশিপের সেক্টর এইট আবাসনের বাসিন্দারা। চরম এই দুর্ভোগ কাটিয়ে কী ভাবে এবং কবে নিজেদের বাড়িতে ফিরতে পারবেন, সেই চিন্তায় উদ্বিগ্ন সকলেই। বৃষ্টির দাপটে বাড়িছাড়া সকলেই সাহায্য চেয়ে কাতর অনুরোধ জানাচ্ছেন প্রশাসনের প্রতি।
advertisement
advertisement
নিম্নচাপের জের। বুধবার রাত থেকেই বৃষ্টিতে ভাসছে গোটা রাজ্য। কখনও কখনও গতি কমলেও থামছে না বৃষ্টি। ফলে কম-বেশি সকলেই ঘরবন্দি। জল যন্ত্রণায় জেরবার কলকাতা (Kolkata)-সহ গোটা বাংলার মানুষ। আগামিকালও বৃষ্টিতে ভাসবে রাজ্য। ৬ জেলায় জারি লাল সতর্কতা।
শুধু কলকাতাই নয়, কার্যত সব জেলার ছবিটাই এক। এক হাঁটু জল সর্বত্র। হলদিয়া টাউনশিপ এলাকা রীতিমতো জলের নিচে। নিকাশি ব্যবস্থা না থাকায় আটকে জল, সেই কারণে এদিন ঝাড়গ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। বিভিন্ন এলাকায় ঘরের ভিতরেও ঢুকে পড়েছে জল। আগামিকালও টানা বৃষ্টি হলে ভোগান্তি বাড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Haldia Waterlogged : দিনভর বৃষ্টিতে চরম দুর্ভোগ! অশনি সঙ্কেতে প্রমাদ গুনছে শিল্প শহর হলদিয়া...
Next Article
advertisement
Mamata In Bankura: আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষে?
  • বিধানসভা ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১'লা জানুয়ারি থেকে চলবে সেই প্রচার কর্মসূচী। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা বাছাই করা হয়েছে, সেখানে প্রচার চালালে একাধিক দিকের মানুষের কাছে সহজেই বার্তা চলে যাবে। তাই বাঁকুড়ার এই স্থানই বেছে নিয়েছে তৃণমূল

VIEW MORE
advertisement
advertisement