Cyclone Yaas: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, দিঘা উপকূলে আছড়ে পড়তে পারে ‘যশ’

Last Updated:

দিঘার কাছাকাছি স্থলভাগে প্রবেশ করার প্রবল সম্ভাবনা ঘূর্ণিঝড় যশের। এখনও পর্যন্ত আবহাওয়া দফতর নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানালেও ঘূর্ণিঝড়ের কোনও পূর্বাভাস দেয়নি।

দিঘা: শেষ পর্যন্ত দিঘা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)। রবিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। বুধবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পেরিয়ে তা আছড়ে পড়তে পারে বাংলা-ওড়িশা উপকূলে। দিঘার কাছাকাছি স্থলভাগে প্রবেশ করার প্রবল সম্ভাবনা ঘূর্ণিঝড় যশের। এখনও পর্যন্ত আবহাওয়া দফতর নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানালেও ঘূর্ণিঝড়ের কোনও পূর্বাভাস দেয়নি।
আগামী ২২ মে শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে মধ্য বঙ্গোপসাগরে। আন্দামানের কাছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে রবিবার এটি নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ক্রমশ এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। প্রথমে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অভিমুখ থাকলেও পরে অভিমুখ পরিবর্তন হতে পারে। এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের যা অভিমুখ, তাতে বাংলা-ওড়িশা উপকূল এলাকাতেই আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা। সেক্ষেত্রে বাংলার দিঘা-শঙ্করপুর উপকূল থেকে ওড়িশার বালাসোর উপকূলের মাঝে স্থলভাগে এটি প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে।
advertisement
গুজরাতের চরম শক্তিশালী ঘূর্ণিঝড় টাউটের পর যে ঘূর্ণিঝড় হবে তা আবহাওয়া দফতরের নিয়ম অনুযায়ী ওমানের দেওয়া নাম "যশ"(yaas)। এখনও পর্যন্ত যা পরিস্থিতি. তাতে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টির নাম যশ হতে চলেছে।
advertisement
এই ঘূর্ণিঝড় কতটা তান্ডব লীলা চালাবে তা রবিবার নিম্নচাপ তৈরির পর আরও বিস্তারিত জানা যাবে। তবে এই সিস্টেমের প্রভাবে ভারতে বর্ষা যথাসময়ে চলে আসবে। দেশের মূল ভূখণ্ড কেরলে প্রথম বর্ষা আসে পয়লা জুন। প্রথমে আরব সাগরের ঘূর্ণিঝড় টাউটে ও পরে বঙ্গোপসাগরে আরও একটি সিস্টেম তৈরি হওয়ায় আবহাওয়াবিদদের অনুমান কেরলে দু-এক দিন আগেই বর্ষা ঢুকে যেতে পারে। সে ক্ষেত্রে ৩১ মে-র মধ্যে কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Yaas: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, দিঘা উপকূলে আছড়ে পড়তে পারে ‘যশ’
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement