Cyclone Yaas Update: ল্যান্ডফল এখন শুধু সময়ের অপেক্ষা, ঘূর্ণিঝড়ের অবস্থান এখন ঠিক কোথায়? দেখে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিমি, দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৮০-৯০ কিমি।
দিঘা: আসছে ইয়াস (Cyclone Yaas) ৷ স্থলভাগে সাইক্লোনের আছড়ে পড়াটা এখন শুধু সময়ের অপেক্ষা ৷ ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সবরকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে ৷ মৌসম ভবনের প্রকাশিত বুলেটিন অনুযায়ী অতি শক্তিশালী ঘূর্ণিঝড় তীব্র গতিবেগে এগিয়ে আসছে ৷ স্থলভাগের অনেকটাই কাছে চলে এসেছে ইয়াস ৷ রাত ৩টে পর্যন্ত দিঘা থেকে মাত্র ১৭০ কিমি দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ছিল ঘূর্ণিঝড়টি ৷
ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে ওড়িশার ভদ্রক জেলার ধামরা এবং বালেশ্বরের মধ্যবর্তী উপকূলভাগের দিকে। আজ, বুধবার সকালেই সেখানে আছড়ে পড়তে পারে ‘অতি শক্তিশালী’ ইয়াস। বুধবার দুপুর পর্যন্ত সেখানে প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিমি এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৮০-৯০ কিমি।
advertisement
advertisement
#CycloneYaas is 'very likely' to move north-northwestwards to reach near north Odisha coast close to north of Dhamra & south of Balasore by noon today, as a 'very severe cyclonic storm' with wind speed of 130-140 kmph (issued at 0300 hrs): India Meteorological Department (IMD) pic.twitter.com/iiHZxuOz1I
— ANI (@ANI) May 25, 2021
advertisement
ঘূর্ণিঝড় ইয়াসের জেরে আজ, বুধবার সকাল থেকেই ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকছ কলকাতা বিমানবন্দর৷ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকাল সাড়ে আটটা থেকে রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত কলকাতায় বন্ধ থাকবে বিমানের ওঠানামা৷ শুধু কলকাতা নয়, ভুবনেশ্বর বিমানবন্দরও আজ, মঙ্গলবার রাত এগারোটা থেকেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পাশাপাশি, বুধবার বন্ধ থাকবে রৌকেল্লা এবং দুর্গাপুর বিমানবন্দরও ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 26, 2021 5:41 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Yaas Update: ল্যান্ডফল এখন শুধু সময়ের অপেক্ষা, ঘূর্ণিঝড়ের অবস্থান এখন ঠিক কোথায়? দেখে নিন