Mamata Banerjee on Nandigram Election: নন্দীগ্রাম নিয়ে আদালতে যেতে চান মমতা
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
বিজেপি প্রার্থী শুভেন্দু এগিয়েছিলেন মাত্র ৬ ভোটে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শেষমেশ হার মানতেই হল তাঁকে।
#নন্দীগ্রাম: নন্দীগ্রাম মহানাটক। বহু সংবাদমাধ্যম যখন সম্প্রচার করে ফেলেছিল নন্দীগ্রাম জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ গোটা বাংলায় দখলদারি রাখতে পেরেছে তাঁর দল। কিন্তু নিজের কেন্দ্রে তিনি বিজয়ী না বিজিত তা এখনও পরিষ্কার নয়। তৃণমূল সূত্র বলছে, এখনও গণনা চলছে। যদিও এই জয়-পরাজয় নিয়ে মাথা ঘামাতে রাজি নন মমতা। তাঁর দল যে দুশোর বেশি আসন পেতে চলেছে এই বিষয়ে যখন প্রায় আর সন্দেহই নেই, নন্দীগ্রাম নিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায় বলছেন, " নোংরা খেলা খেলেছে। সব অফিসার আমায় বলেছে। আমি সুপ্রিম কোর্টে যাব।" পাশাপাশি তিনি এও বলছেন, "আমি নন্দীগ্রামের জন্যে লড়াই করেছি। যা রায় দিয়েছে আমি মেনে নেব"
বিপুল আসনে জয় প্রসঙ্গে মমতা এদিন বলেন, গণতন্ত্রের জয় হয়েছে। বিজেপির ধ্বস নেমেছে। মোদি শাহ ডাবল ইঞ্জিন বলেছিলেন। আমি বলেছিলাম ডাবল সেঞ্চুরি করব। আত্মবিশ্বাসী মমতার মত,"এই জয় আমাকে বড় করেছে।"
নন্দীগ্রামে অনেকটা পিছিয়ে শুরু করেও ১২ রাউন্ড গণনার শেষে ৪৬০০ ভোটে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১১ রাউন্ড থেকেই একটু একটু করে ব্যবধান বাড়াচ্ছিলেন তৃণমূলনেত্রী। শুভেন্দু আবার টক্কর নেওয়া শুরু করেন, ক্রমেই বিষয়টা ধোঁয়াশায় পরিণত হয়। এই মুহূর্তে দুই পক্ষই পরস্পরের দাবিকে খণ্ডাচ্ছে।
advertisement
advertisement
নন্দীগ্রাম বাদ দিলেও গোটা রাজ্যেই তৃণমূলের ঝড় দেখা যাচ্ছে। তৃণমূল বলছে, বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগানকে প্রমাণ করা এখন কেবল সময়ের অপেক্ষা। এমনকি গত লোকসভা নির্বাচনে পিছিয়ে থাকা জেলা মালদহ, ঝাড়গ্রাম, নদিয়া,মুর্শিদাবাদ জেলাতেও তৃণমূলের প্রার্থীদের ফল অভাবনীয়।
২০২১ নির্বাচনে বিজেপির টার্গেট ছিল এবার পূর্ব-মেদিনীপুর, বলা হচ্ছিল শুভেন্দু অধিকারীর গড় এই এলাকা। তাঁকেই পোস্টার বয় বানিয়ে লড়াইয়ে নেমেছিল বিজেপি। কিন্তু ভোটের দিন বেলা গড়াতে দেখা যাচ্ছে ব্র্যান্ড মমতার সামনে দাঁড়াতেই পারছে না বিজেপি। ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে সংযুক্ত মোর্চা। হেরেছেন ঐশী দীপ্সিতার মতো অতি তরুণ প্রার্থীরা। হেরেছেন কান্তি গঙ্গোপাধ্যয়ারে মতো প্রবীণও। অন্য দিকে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো প্রার্থীরাও সকলে হারের পথে। ইতিমধ্যেই হেরে গিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
advertisement
শুভেন্দু অধিকারী বলেছিল মাননীয়াকে হাফ লাখ ভোটে হারাব। আর মমতা বলেছিলেন, এক পায়েই খেলা দেখাবেন। খেলা হল, তৃণমূলের সুনামি দেখল গোটা বাংলা। মমতা জিতুন বা হারুন, আপাতত সামনে শপথগ্রহণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2021 5:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee on Nandigram Election: নন্দীগ্রাম নিয়ে আদালতে যেতে চান মমতা