Mid Day Meal: মাংস, চাটনি, পায়েস! স্কুলে মিড ডে মিলে নিমন্ত্রণবাড়ির মতো খাবার পেয়ে আনন্দে আত্মহারা পড়ুয়ারা

Last Updated:

Mid Day Meal: স্কুলের মধ্যেই বাচ্চাদের কেক কাটা থেকে মিড ডে মিলে জমিয়ে খাওয়া দাওয়া আনন্দিত ক্ষুদে স্কুলপড়ুয়ারাও

+
মিড

মিড ডে মিলের এলাহি আয়োজন

রাহী হালদার, হুগলি: স্কুলের মিড ডে মিলে খাওয়া দাওয়ার এলাহি আয়োজন ! ভাত, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি সব মিলিয়ে কিছু ‌যজ্ঞিবাড়ির থেকে কম নয়। নভেম্বর মাসের বাচ্চাদের জন্মদিন উপলক্ষে একেবারে সেজে উঠেছে মাচপুর প্রাথমিক বিদ্যালয়। স্কুলের মধ্যেই বাচ্চাদের কেক কাটা থেকে মিড ডে মিলে জমিয়ে খাওয়া দাওয়া আনন্দিত ক্ষুদে স্কুলপড়ুয়ারাও।
মিড ডে মিলে একাধিকবার খাবারের গুণগত মান খারাপের জন্য সংবাদ শিরোনামে এসেছে, তবে এসবের থেকে একদম বিপরীত মাঝপুর প্রাথমিক বিদ্যালয়। সেখানে প্রতি মাসে স্কুলের বাচ্চাদের জন্মদিন পালন করা হয়। নভেম্বর মাসে যে কটি বাচ্চার জন্মদিন রয়েছে তাদেরকে একসঙ্গে স্কুলের মধ্যে দাঁড় করিয়ে কেক কাটানো থেকে আরম্ভ করে মিড ডে মিলে নিমন্ত্রণ বাড়ির মতো খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন স্কুলের শিক্ষকরা। গোটা স্কুল কে ঠিক জন্মদিন বাড়ি যেমন হয় তেমনভাবে বেলুন দিয়ে সাজিয়েছিল স্কুলের বাচ্চারা। স্কুলের মধ্যেই কচিকাচাদের জন্মদিন উপলক্ষে উৎসবমুখর খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয়।
advertisement
আরও পড়ুন : ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার! বৃদ্ধ বাবাকে নিয়ে বাস ভাঙা কাঁচা বাড়িতে! তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান আজ দিনমজুর!
এই বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় বলেন, বিগত ৯ বছর ধরে তারা স্কুলের মধ্যে প্রতি মাসে এই ধরনের জন্মদিনের আয়োজন করেন। যেখানে মাসের এই একটা দিনে বিশেষ খাওয়া-দাওয়াার আয়োজন করা হয় মিড ডে মিলে। একই সঙ্গে বাচ্চাদের একসঙ্গে কেক কাটা ও তাদেরকে জন্মদিনে গাছ উপহার দেওয়া হয়। এভাবেই স্কুলের ছোট ছোট বাচ্চাদের এক জায়গায় রাখা ও তাদেরকে একটু বাড়তি আনন্দ প্রদান করার জন্যই এই প্রয়াস।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mid Day Meal: মাংস, চাটনি, পায়েস! স্কুলে মিড ডে মিলে নিমন্ত্রণবাড়ির মতো খাবার পেয়ে আনন্দে আত্মহারা পড়ুয়ারা
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement