Kali Puja 2025: 'সুরসা রাক্ষসী দেবী' থিমের কালীপুজো! পুরুলিয়ার মণ্ডপে একটুকরো 'রামায়ণ', বাড়ি বসেই হোক দর্শন

Last Updated:

Kali Puja 2025: রামায়ণের বিশেষ চরিত্র ‘সুরসা রাক্ষসী দেবী’কে কেন্দ্র করে গড়ে উঠেছে আস্ত পুজো মণ্ডপ। পুরুলিয়া জেলার আদ্রার অন্যতম জনপ্রিয় ‘বারোকুলি সার্বজনীন কালীপুজো’য় পৌরাণিক কাহিনি ও আধুনিক শিল্প একসাথে মিশে সৃষ্টি করেছে এক অপূর্ব দৃশ্যপট।

+
রামায়ণের

রামায়ণের সুরসা রাক্ষসী দেবী থিমে কালী পুজোর মণ্ডপ

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার আদ্রার অন্যতম জনপ্রিয় ‘বারোকুলি সার্বজনীন কালীপুজো’ এবছরও নতুনত্বের ছোঁয়ায় সেজে উঠেছে। প্রতি বছরের মতো এবছরও দর্শনার্থীদের জন্য এক অনন্য থিম উপহার দিয়েছেন আয়োজকেরা। এবারের পুজোর মূল আকর্ষণ রামায়ণের বিশেষ চরিত্র ‘সুরসা রাক্ষসী দেবী’কে কেন্দ্র করে নির্মিত এক মনোমুগ্ধকর মণ্ডপ।
রামায়ণের কাহিনি অনুযায়ী, হনুমান যখন লঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, তখন তাঁর পথরোধ করেন দেবী সুরসা। দেবতাদের নির্দেশে হনুমানের বুদ্ধি ও সাহস পরীক্ষা করার দায়িত্ব পান সুরসা। তিনি বিশাল আকার ধারণ করে হনুমানকে গ্রাস করার চেষ্টা করেন।
আরও পড়ুনঃ ৩০০ বছর ধরে একসঙ্গে সাত কালীর পুজো বালুরঘাটে! বিসর্জনের আগে ‘সাত বোনের’ মুখ দেখাদেখি, বাড়ি বসে আপনিও ঘাটকালীর দর্শন করুণ
কিন্তু হনুমানও নিজের আকার ক্রমশ ছোট করতে করতে সুরসার মুখে প্রবেশ করে আবার বেরিয়ে আসেন, তাঁর বুদ্ধি ও চাতুর্যের জয় ঘটে সেই মুহূর্তে। সেই অবিস্মরণীয় দৃশ্যকেই এবারের থিমে জীবন্ত করে তুলেছে বারোকুলি সার্বজনীন কালীপুজো কমিটি।
advertisement
advertisement
রামায়ণের সুরসা রাক্ষসী দেবী থিমে কালী পুজোর মণ্ডপ
রামায়ণের সুরসা রাক্ষসী দেবী থিমে কালী পুজোর মণ্ডপ
পুজো কমিটির সদস্যদের কথায়, “প্রতি বছরই আমরা পুরুলিয়ার মানুষদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এবছরও তার ব্যতিক্রম নয়। রামায়ণের এই বিশেষ দৃশ্যটি আমাদের থিমে প্রতিফলিত হয়েছে, যা ইতিমধ্যেই দর্শনার্থীদের মন জয় করেছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়ার ঐতিহ্য, সৃজনশীলতা ও ধর্মীয় আবহের সমন্বয়ে এবারের বারোকুলি সার্বজনীন কালীপুজো পরিণত হয়েছে এক অনন্য শিল্পকর্মে, যেখানে পৌরাণিক কাহিনি ও আধুনিক শিল্প একসাথে মিশে সৃষ্টি করেছে এক অপূর্ব দৃশ্যপট।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: 'সুরসা রাক্ষসী দেবী' থিমের কালীপুজো! পুরুলিয়ার মণ্ডপে একটুকরো 'রামায়ণ', বাড়ি বসেই হোক দর্শন
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement