বরানগরে মর্মান্তিক কাণ্ড! সোনার দোকানের মধ্যেই হাত-পা বাঁধা অবস্থায় মিলল ব্যবসায়ীর দেহ! ক্রেতা সেজে এসেছিল কারা?

Last Updated:

বরানগরে দোকানের মধ্যেই খুন হলেন স্বর্ণ ব্যবসায়ী! ঘটনায় চাঞ্চল্য!

বরানগরে দোকানের মধ্যেই এভাবে খুন হলেন স্বর্ণ ব্যবসায়ী! ঘটনায় চাঞ্চল্য 
বরানগরে দোকানের মধ্যেই এভাবে খুন হলেন স্বর্ণ ব্যবসায়ী! ঘটনায় চাঞ্চল্য 
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: বরানগরের শম্ভুনাথ দাস লেনের সোনার দোকানের ভিতর থেকে উদ্ধার হল স্বর্ণ ব্যবসায়ীর হাত-পা বাঁধা দেহ। মৃত ব্যবসায়ীর নাম শঙ্কর জানা, বয়স প্রায় ৬০ এর মত, তাঁর বাড়ি মেদিনীপুরে বলেই জানা গিয়েছে। দোকানের মধ্যেই তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। সূত্রের খবর, দুপুর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সরস্বতী চেন ও অর্নামেন্ট সোনার দোকানের মধ্যে একাই ছিলেন শঙ্কর জানা। কিছুক্ষণ পর থেকেই দোকানের সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়।
দিল্লিতে থাকা মৃতের ছেলে ফোনে বিষয়টি টের পেয়ে যোগাযোগ করেন স্থানীয়দের সঙ্গে। খবর পেয়ে দোকান খুলতেই দেখা যায়, মেঝেতে পড়ে রয়েছে শঙ্কর জানার নিথর দেহ। হাত-পা বাঁধা, মাথায় আঘাতের চিহ্ন। প্রাথমিক তদন্তে অনুমান ক্রেতা সেজে দোকানে ঢুকেছিল পাঁচ দুষ্কৃতী। তাদের মধ্যে তিনজন ভিতরে ঢোকে, বাকিরা বাইরে পাহারা দিচ্ছিল। কত পরিমাণ সোনা লুঠ হয়েছে, তা এখনও জানা যায়নি। দোকানের ভিতরের সিসি ক্যামেরা বন্ধ থাকলেও পাশের বাড়ির ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।বরানগর থানার মাত্র এক কিলোমিটার দূরেই এই খুনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
advertisement
তবে একাধিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন, এমন ঘটনার পর তাঁরা আতঙ্কিত। এলাকায় আরও অনেক সোনার দোকান রয়েছে, ফলে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি তুলেছেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, খুনের আগে পর্যন্ত দোকানের ক্যামেরা চালু ছিল। এরপরই সেটি বন্ধ করে দেওয়া হয়।
advertisement
advertisement
কী ভাবে, কারা এই খুন করল, তা খতিয়ে দেখা হচ্ছে। বরানগর পৌরসভা উপ পৌর প্রধান দিলীপ নারায়ণ বসু জানান, কেন্দ্রীয় সরকারের নীতির কারণে স্বর্ণ-শিল্পী ব্যবসায়ীদের অবস্থা করুন। প্রতিটি স্বর্ণ ব্যবসায়ীর দোকানের নিজস্ব নিরাপত্তা রক্ষী রাখা প্রয়োজন। বরানগরের ব্যস্ত এলাকায়  এমন নৃশংস খুনে তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বরানগরে মর্মান্তিক কাণ্ড! সোনার দোকানের মধ্যেই হাত-পা বাঁধা অবস্থায় মিলল ব্যবসায়ীর দেহ! ক্রেতা সেজে এসেছিল কারা?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement