Memari Murder Update: পুলিশ অফিসারকে ঘুষি, ভাঙল চশমা! বাবা-মাকে খুনের পর জেলেও তাণ্ডব হুমায়ুনের

Last Updated:

গত বুধবার পূর্ব বর্ধমানের মেমারিতে বাড়ির সামনে থেকে এই দম্পতির গলার নলি কাটা দেহ উদ্ধার হয়৷ এই ঘটনায় বনগাঁ থেকে গ্রেফতার করা হয় ওই দম্পতির ছেলে হুমায়ুনকে৷

জেলেও তাণ্ডব হুমায়ুনের৷
জেলেও তাণ্ডব হুমায়ুনের৷
বাবা মাকে নৃশংস ভাবে গলার নলি কেটে খুন৷ তার পর আরও কয়েকজনকে ছুরি দিয়ে বেপরোয়াভাবে আঘাত করা৷ পূর্ব বর্ধমানের নিজের বাবা-মাকে নিজের বাবা মাকে খুনের অভিযোগে ধৃত হুমায়ুন কবীর এবার জেলে গিয়েও তাণ্ডব চালাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর৷
সূত্রের খবর, জেরার সময় বার বারই আক্রমণাত্মক হয়ে উঠছে ধৃত হুমায়ুন৷ এমন কি পুলিশ অফিসারদেরও সে শারীরিক হেনস্থা করছে বলে অভিযোগ৷
পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির পর ইতিমধ্যেই বনগাঁ থানার লকআপের সিসিটিভি ভেঙে ফেলেছে হুমায়ুন৷ এমন কি, অপছন্দের কোনও পুলিশ অফিসার জেরা করতে এলেই তাঁদের উপরেও চড়াও হচ্ছে হুমায়ুন৷
advertisement
অভিযোগ, ঘুষি মেরে এক পুলিশ অফিসারের চশমাও ভেঙে দিয়েছে সে৷ আরও এক অফিসারকেও ওই যুবক জখম করেছে বলে খবর৷ পায়েও চোট পেয়েছেন ওই তদন্তকারী অফিসার৷
advertisement
এতদিন বনগাঁ থানার হেফাজতেই ছিল হুমায়ুন৷ গ্রেফতারির পর প্রথম রাতেই এক পুলিশকর্মীর গায়ে তরকারি ছুড়ে মেরেছিল হুমায়ুন৷ আজই তাঁকে হাতে পাওয়ার কথা মেমারি থানার৷ ফলে হেফাজতে নেওয়ার পর হুমায়ুনের উপরে বিশেষ নজরদারি রাখার ভাবনা মেমারি থানার পুলিশ৷
গত বুধবার পূর্ব বর্ধমানের মেমারিতে বাড়ির সামনে থেকে এই দম্পতির গলার নলি কাটা দেহ উদ্ধার হয়৷ এই ঘটনায় বনগাঁ থেকে গ্রেফতার করা হয় ওই দম্পতির ছেলে হুমায়ুনকে৷ বাবা-মাকে খুন করার পর উত্তর চব্বিশ পরগণার বনগাঁয় এসে বেশ কয়েকজনের উপরে ছুরি দিয়ে হামলা চালায় সে৷ বনগাঁ থেকেই গ্রেফতার করা হয় হুমায়ুনকে৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Memari Murder Update: পুলিশ অফিসারকে ঘুষি, ভাঙল চশমা! বাবা-মাকে খুনের পর জেলেও তাণ্ডব হুমায়ুনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement