Medical Tips: অপারেশনের আগে কীভাবে অসাড় করা হয়? আজ জেনে নিন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
আগেকার দিনে যেভাবে ক্লোরোফর্ম, ইথার কিংবা বিভিন্ন স্থানে আঘাতের মধ্য দিয়ে অবশ বা অসাড় করা হত বর্তমানে তাতে আমূল পরিবর্তন ঘটে গিয়েছে
পশ্চিম মেদিনীপুর: দিন যত যাচ্ছে ততই এগোচ্ছে প্রযুক্তি। প্রযুক্তির সেই উন্নতির হাত ধরে চিকিৎসা ব্যবস্থাতেও আমূল পরিবর্তন এসেছে। প্রতিদিনই একটু একটু করে উন্নত হচ্ছে চিকিৎসা পদ্ধতি। সেই সূত্রেই বর্তমানে অপারেশন বা সিজার করার আগে অ্যানাস্থেসিয়ার নানান প্রকারভেদ বেরিয়েছে। গুরুত্ব বুঝে এবং রোগীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে অস্ত্রোপচারের নির্দিষ্ট স্থান অসাড় করে দেওয়া হয়।
প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই অবশ বা অসাড় করে দেওয়ার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। অ্যানাস্থেসিয়া বা অবশ করার পদ্ধতি কীভাবে সম্পন্ন হয়, চিকিৎসা ক্ষেত্রে এর প্রভাবই বা কতটুকু তা নিয়ে সাধারণ মানুষের যথেষ্ট কৌতূহল আছে। আজকের প্রতিবেদনে এরই উত্তর খুঁজব আমরা বিশিষ্ট চিকিৎসক তথা অ্যানাসথেসিস্ট অংশুমান মিশ্রের কাছ থেকে।
advertisement
advertisement
বর্তমানে বিভিন্ন ধরনের ছোট-বড় অপারেশন কিংবা প্রসূতি মহিলাদের সিজার করার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থান অবশ করে অপারেশন করতে হয়। সেক্ষেত্রে উক্ত স্থানটিকে অবশ করেন বিশেষজ্ঞ চিকিৎসক। তা কীভাবে সম্পন্ন হয় সেটা তুলে ধরেছেন এই চিকিৎসক। প্রসঙ্গত চিকিৎসক অংশুমান মিশ্র মেদিনীপুর মেডিকেল কলেজ এবং খড়গপুর মহকুমা হাসপাতালে দীর্ঘ কয়েক বছর ধরে অ্যানাস্থেসিস্ট হিসেবে কাজ করেছেন।
advertisement
যে জায়গায় অপারেশন হবে তার কাছের মূল স্নায়ুতে বিশেষ ইনজেকশন দিয়ে অবশ করা হয়। যাকে বলা হয় রিজিওনাল অ্যানাস্থেসিয়া। তবে মস্তিষ্কে কিংবা গলায় বা অন্য কোনও প্রধান অঙ্গে অপারেশন করার সময় সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়।
আরও খবর পড়তে ফলো করুন
আগেকার দিনে যেভাবে ক্লোরোফর্ম, ইথার কিংবা বিভিন্ন স্থানে আঘাতের মধ্য দিয়ে অবশ বা অসাড় করা হত বর্তমানে তাতে আমূল পরিবর্তন ঘটে গিয়েছে। এখন রোগীর বয়স এবং অসুখের মাত্রা বুঝে নির্দিষ্ট পরিমাণ ডোজ ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করিয়ে অ্যানাস্থেসিয়া বা অবশ করা হয়। এরফলে অস্ত্রোপচার শেষে রোগীর আচ্ছন্নভাব দূর করতে অসুবিধা হয় না।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 3:17 PM IST