Bengali News: শিক্ষকদের সাইন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে সর্বশিক্ষা মিশন, লক্ষ্য বিশেষ চাহিদা সম্পন্নরা

Last Updated:

রাজ্যের সরকারি স্কুলগুলিতে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ার সংখ্যা কম থাকায় সাইন ল্যাঙ্গুয়েজের প্রচলন তেমন একটা নেই। কিন্তু সম্প্রতি ধীরে ধীরে হলেও স্কুলগুলোয় বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া আসা শুরু হয়েছে

+
সাইন

সাইন ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ নিচ্ছেন শিক্ষক শিক্ষিকারা

মালদহ: বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের কীভাবে পড়াবেন? এর জন্য আছে সাইন ল্যাঙ্গুয়েজ। সর্বশিক্ষা মিশনের উদ্যোগে এবার সরকারি স্কুলের শিক্ষকদের এই সাইন ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, যাতে বিশেষ চাহিদা সম্পন্নদের পাঠদানের ক্ষেত্রে কোন‌ওরকম অসুবিধা না হয়।
রাজ্যের সরকারি স্কুলগুলিতে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ার সংখ্যা কম থাকায় সাইন ল্যাঙ্গুয়েজের প্রচলন তেমন একটা নেই। কিন্তু সম্প্রতি ধীরে ধীরে হলেও স্কুলগুলোয় বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া আসা শুরু হয়েছে। তাদের সাধারণ পড়ুয়াদের সঙ্গেই পাঠদান করা হচ্ছে। কিন্তু সেটা বিশেষ একটা কার্যকরী হচ্ছে না। সেই পরিস্থিতি বদলাতেই এই প্রথম মালদহ জেলা শিক্ষা দফতরের সর্বশিক্ষা মিশনের উদ্যোগে সাইন ল্যাঙ্গুয়েজের প্রশিক্ষণ দেওয়া শুরু হল শিক্ষক-শিক্ষিকাদের।
advertisement
advertisement
রাজ্যের মধ্যে দ্বিতীয় ও মালদহে প্রথম বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের পঠন পদ্ধতি সাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মালদহ জেলা প্রশিক্ষণ কেন্দ্রে সাইন ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জেলার প্রাথমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের। মালদহ জেলা সর্বশিক্ষা মিশনের এডিপিও অর্নিবাণ মুখার্জি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের পড়ানোর কৌশল শেখাতে এই প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
জেলা সর্বশিক্ষা মিশন সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলার ১৫ টি ব্লকের বিভিন্ন স্কুলে মোট ৪১৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা পড়াশোনা করে। ১ থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে শিক্ষক-শিক্ষিকাদের এই প্রশিক্ষণ। প্রশিক্ষণ দিচ্ছেন মুম্বই থেকে আগত বিশিষ্ট প্রশিক্ষক। মালদহ জেলার মোট ৩০০ জন শিক্ষক-শিক্ষিকাদের দেওয়া হবে সাইন ল্যাঙ্গুয়েজের প্রশিক্ষণ।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: শিক্ষকদের সাইন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে সর্বশিক্ষা মিশন, লক্ষ্য বিশেষ চাহিদা সম্পন্নরা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement