Bengali News: মোদির টানে হুইল চেয়ারে করে আরামবাগে হাজির চন্দ্রকোনার সঞ্জীব
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
শুক্রবার আরামবাগে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কার্যত তাঁর এই জনসভা দিয়ে বাংলায় বিজেপির লোকসভা ভোটের প্রচার শুরু হয়ে গেল
হুগলি: অ্যাক্সিডেন্টের দুটো পা’ই হারিয়েছেন। তবু স্রেফ মানসিক শক্তির জোরে হুইলচেয়ারে করে আরামবাগে প্রধানমন্ত্রী সভায় হাজির হয়ে যান সঞ্জীব মঙ্গল। সুদূর চন্দ্রকোনা থেকে হুইল চেয়ারে করে নরেন্দ্র মোদির কথা শুনতে চলে আসেন।
আরও পড়ুন: মেয়ের জন্মদিনে নিজেকে শেষ করে দিল বাবা!
শুক্রবার আরামবাগে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কার্যত তাঁর এই জনসভা দিয়ে বাংলায় বিজেপির লোকসভা ভোটের প্রচার শুরু হয়ে গেল। সেখানেই দেখা পাওয়া গেল সঞ্জীবের। ঝাড়খণ্ডের সিন্দ্রি থেকে ধানবাদ হয়ে হেলিকপ্টারে করে তিনি হুগলির আরামবাগে আসেন। সেখানে, রেল, বন্দর, তেলের পাইপলাইন, এলপিজি সরবরাহ, জল শোধন সহ ৭ হাজার ২০০ কোটি টাকার বাংলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন করেন। এরপর আরামবাগে পৃথক একটি জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানেই হাজির ছিলেন সঞ্জীব মঙ্গল।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা সঞ্জীব মঙ্গল। তিনি চন্দ্রকোনার চারা একলার একজন সক্রিয় বিজেপি কর্মী। কাজে বেরিয়ে বাইক দুর্ঘটনার জেরে হারিয়েছিলেন দুই পা। তবে পা চলে গেলেও থেমে থাকেনি তাঁর প্রতিবাদী মনোভাব। আর তাই হুইল চেয়ারে বসেই তিনি পৌঁছে যান সব জায়গায়। প্রিয় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার ক্ষেত্রেও সেই হুইলচেয়ার বাধা হয়নি সঞ্জীবের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বিয়সে সঞ্জীববাবু বলেন, আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী তাঁদেরকে আরামবাগের সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে কী নির্দেশ দেন তা শোনার জন্যই তিনি ছুটে এসেছিলেন চন্দ্রকোনা থেকে। এই শারীরিক কষ্ট মোদির প্রতি তাঁর ভালোবাসার কাছে তুচ্ছ বলে জানান ওই ব্যক্তি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 12:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: মোদির টানে হুইল চেয়ারে করে আরামবাগে হাজির চন্দ্রকোনার সঞ্জীব