সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে বর্ধমানে অনুষ্ঠিত হল ১০১ গণবিবাহ
- Published by:Siddhartha Sarkar
- Written by:Saradindu Ghosh
Last Updated:
হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের পাত্রপাত্রীরা উপস্থিত ছিলেন এই গণবিবাহ অনুষ্ঠানে।
শরদিন্দু ঘোষ, বর্ধমান: গণবিবাহের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষী থাকল বর্ধমান শহর। রবিবার বর্ধমানের কাঞ্চননগরে জাতি, ধর্ম নির্বিশেষে ১০১ জোড়া গণবিবাহ অনুষ্ঠিত হল। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের পাত্রপাত্রীরা উপস্থিত ছিলেন এই গণবিবাহ অনুষ্ঠানে।
গণবিবাহ উপলক্ষে একেবারে মেলার রূপ নেয় বর্ধমানের কঙ্কালেশ্বরী কালীমাতা মন্দির সংলগ্ন মাঠ। তার আগে ১০১ জন বরকে নিয়ে নানান বাজনা-সহ বিশেষ শোভাযাত্রা হয় বর্ধমান শহর পরিক্রমা করে। অনুষ্ঠানের উদ্যোক্তা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, অনেকেই আর্থিক কারণে আড়ম্বরের সঙ্গে মেয়ের বিয়ে দিতে পারে না। তাদের কথা মাথায় রেখে গত বেশ কয়েক বছর ধরে গণবিবাহের আয়োজন করা হচ্ছে।
advertisement

advertisement
বর্ধমান শহরের কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালী মন্দির লাগোয়া মাঠে অনুষ্ঠিত হয় এই গণবিবাহ উৎসব। এই নিয়ে ৯ বার এ ভাবে বিশাল আকারে গণবিবাহ উৎসব অনুষ্ঠিত হল।
advertisement

গণবিবাহ উপলক্ষে রবিবার সকাল থেকেই সাজো সাজো রব পড়ে গিয়েছিল বর্ধমানের কাঞ্চননগরে। শুধু রীতি মেনে বিয়ের অনুষ্ঠান নয়, ছিল বরযাত্রী কনেযাত্রীদের আপ্যায়ন, তাঁদের জন্য খাওয়া-দাওয়ার বিপুল আয়োজনও। সব মিলিয়ে সন্ধ্যায় মেলার রূপ নেয় গণবিবাহের মাঠ। তার আগে বরপক্ষ হাজির হন বর্ধমানের টাউন হলে। সেখান থেকে একসঙ্গে বর্ণময় শোভাযাত্রা করে বিকেল বিকেল কাঞ্চননগরের দিকে বর নিয়ে রওনা দেয় তাঁরা। হিন্দু, মুসলিম, বাঙালি অবাঙালি সব ধরণের পাত্রপাত্রী ছিলেন। ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সাংসদ দোলা সেন, কলকাতার ডেপুটি মেয়র অতীণ ঘোষ-সহ অন্যান্যরা।
advertisement
নবদম্পতিকে উদ্যোক্তাদের পক্ষ থেকে উপহারে ভরিয়ে দেওয়া হয়। বর দের জন্য ছিল গিলে করা পাঞ্জাবি, কনেদের জন্য ছিল বেনারসী। সোনার আংটি থেকে শুরু করে সোনার নাকছাবি, খাট, বিছানা, আলমারি, সেলাই মেসিন , সাইকেল, চাল ডাল,আলুর বস্তা সহ সংসারের প্রয়োজনের যাবতীয় সামগ্রী দেওয়া হয়। এ ছাড়াও তাঁরা যাতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পান তারও ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2022 8:32 AM IST