Horoscope Today: রাশিফল ৫ ডিসেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
- Published by:Siddhartha Sarkar
- Written by:Trending Desk
Last Updated:
Horoscope Today, 5 December 2022: জন্মদিন মিলিয়ে দেখে নিন, আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন, আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
advertisement
আপনার এমন কোনও ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে, যিনি দীর্ঘ সময়ের জন্য আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছেন। কর্মক্ষেত্রে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে।
বৃষ : এপ্রিল ২০ থেকে মে ২০।
advertisement
কাজের চাপ বাড়তে পারে। আপনার দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনতে হলে ধীরে ধীরে তা করতে হবে। কেরিয়ার হোক বা আর্থিক বিষয়, আপনি নানা ধরনের সুযোগ পেতে চলেছেন।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
কর্ম সংক্রান্ত নানা সমস্যার সমাধান হতে চলেছে। গত কয়েক দিনের অনিদ্রার কারণে শীঘ্রই অনিদ্রাজনিত রোগে আক্রান্ত হতে পারেন। তবে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা আরও তীক্ষ্ণ হতে চলেছে, আপনি হঠাৎই ইতিবাচক শক্তির আস্বাদ পেতে পারেন।
advertisement
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
সময়টা এক কথায় রোম্যান্টিক। তাই মনের মানুষ খুঁজে পেতে চাইলে তা পেয়ে যেতে পারেন। যাঁরা সম্পর্কে রয়েছেন, তাঁরা খোলা মনে কথাবার্তা বলে নিতে পারেন। কর্মক্ষেত্রে অন্যদের কথায় কান না-দিয়ে নিজের কাজ করে যেতে হবে।
advertisement
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
আপনার জন্য অপ্রত্যাশিত এক চমক অপেক্ষা করে রয়েছে। নতুন কোনও পরিকল্পনা শুরু করার জন্য দিনটি আদর্শ। কয়েক দিন ছুটি কাটানোর পরে জোরকদমে আবার কাজ শুরু করে দিতে হবে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
সারা দিন এনার্জি তুঙ্গে থাকবে। সম্পর্কে হালকা হাসি-ঠাট্টা চলতে পারে। তবে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে সমস্যা হতে পারে।
advertisement
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
নতুন কোনও পরিকল্পনা শুরু করার জন্য আজকের দিনটি আদর্শ। ছোটখাটো শারীরিক সমস্যা হতে পারে, তবে খুব একটা মনোযোগ দেওয়ার দরকার নেই। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জিং সময় শেষ হতে চলেছে।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
অন্যরা কী বলছেন বা ভাবছেন, সেই সবে কান না-দেওয়াই ভালো। সম্পর্কে সৎ থাকার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে সময় বুঝে সুযোগ নেওয়ার চেষ্টা করতে হবে।
advertisement
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
সম্পর্ক বিবাহ পর্যন্ত গড়াতে পারে। কর্মক্ষেত্রে কর্মদক্ষতা দেখানো সত্ত্বেও সাফল্য পেতে খানিক দেরি হতে পারে। কর্মক্ষেত্রে যে কোনও রকমের সমালোচনা এড়িয়ে চলতে হবে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
নতুন কোনও আইডিয়ার সন্ধান পেতে পারেন। অবহেলা না-করে একে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে অত্যন্ত মনোযোগের সঙ্গে কর্ম সম্পাদন করতে পারবেন।
advertisement
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
সম্পর্কে গত কয়েক দিন ধরে যে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি চলছে, তা শেষ হতে পারে। নিজের জনসংযোগ দক্ষতা কর্ম সম্পাদনে সাহায্যকারী হয়ে উঠবে।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া শুরু করতে হবে। কর্মক্ষেত্রে দারুণ এনার্জির সঙ্গে কাজ করতে পারবেন এবং সহকর্মীদের সহযোগিতাও পেতে চলেছেন।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2022 7:30 AM IST