Hooghly News: বিয়ে নয় যেন উত্সব, একসঙ্গে ১০৫ জোড়া নবদম্পতি! গণ বিবাহ দেখতে উপচে পড়ল ভিড়
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
Last Updated:
হুগলির হরিপালের নন্দকুঠি এলাকা হয়ে উঠেছিল উৎসব মুখর। এই উৎসবের মূল আকর্ষণ তবে কোনো পুজো নয়। বরং এই উৎসব জীবনের মেল বন্ধনের। হরিপালের গণ বিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংসারিক জীবনে আবদ্ধ হলেন করলেন ২১০ জন যুবক যুবতী।
হুগলি: হুগলির হরিপালের নন্দকুঠি এলাকা হয়ে উঠেছিল উৎসব মুখর। এই উৎসবের মূল আকর্ষণ তবে কোনো পুজো নয়। বরং এই উৎসব জীবনের মেল বন্ধনের। হরিপালের গণ বিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংসারিক জীবনে আবদ্ধ হলেন করলেন ২১০ জন যুবক যুবতী।
একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্দ্যোগে গত ত্রিশ বছর ধরে এই গণ বিবাহ আয়োজিত হয়ে আসছে। ধর্ম বর্ণ নির্বিশেষে এই গণ বিবাহের আয়োজন করা হয় হুগলির হরিপালের নন্দকুঠি এলাকায়।
advertisement
advertisement
এদিন হিন্দু, মুসলিম, আদিবাসী সম্প্রদায়ের ১০৫ জোড়া যুবক যুবতী সাংসারিক জীবনে প্রবেশ করেন এই গণ বিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে। গণ বিবাহ অনুষ্ঠানেও ধরা পড়লসম্প্রীতির মেল বন্ধন।
উদ্যোক্তাদের দাবি মূলত দুস্থ কন্যাদায়গ্রস্থ পরিবারের পাশে দাঁড়াতে প্রতি বছর এই গণ বিবাহের আয়োজন করা হয়। এখানে কোনও ধর্ম দেখা হয়না।পাশাপাশি নব দম্পতিদের হাতে উপঢৌকন হিসাবে তুলে দেওয়া একাধিক সামগ্রী।
advertisement
গণ বিবাহ দেখতে উপচে পড়া ভিড় জমে এই এলাকায় । শুধু হুগলি জেলা নয় এ রাজ্য ছাড়াও অন্যান্ন রাজ্য থেকেও বহু সাধরণ মানুষ ভিড় জমান গণ বিবাহ অনুষ্ঠানে সামিল হতে।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2024 8:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বিয়ে নয় যেন উত্সব, একসঙ্গে ১০৫ জোড়া নবদম্পতি! গণ বিবাহ দেখতে উপচে পড়ল ভিড়