Dragon Fruit: ফল নয়, এই গাছের চারা বিক্রি করেই মালামাল কলেজ পড়ুয়া! খুব সহজে চাষ করতে পারেন আপনিও
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
Last Updated:
ইউটিউব দেখে এই ড্রাগনের ফল চাষ করে ও তার চারা বিক্রি করে মালামাল এক কলেজ পড়ুয়া
উত্তর দিনাজপুর: ক্যাকটাস জাতীয় এই গাছ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামেও হচ্ছে চাষ। শুধু কৃষকরা নয় এখন স্কুল ও কলেজের পড়ুয়ারাও এই ফল চাষে ঝুঁকছেন । ইউটিউব দেখে এই ড্রাগনের ফল চাষ করে ও তার চারা বিক্রি করে মালামাল এক কলেজ পড়ুয়া।
ড্রাগনের চারা বিক্রি করে বাণিজ্যিকভাবে ভাল লাভের মুখ দেখছেন কলেজ পড়ুয়া অসিত সিংহ। চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের কাজিগছ এলাকার বাসিন্দা অসিত সিংহ বছর দুয়েক আগে ইউটিউব দেখে শখের বসে ড্রাগন চারা রোপণ করেন। ফলন ভাল পাওয়ায় বাড়িতে পড়ে থাকা ২ কাঠা জমিতে বাড়তি উদ্যোগ নিয়ে বড় আকারে ড্রাগন ফলের চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন।
advertisement
advertisement
অসিত সিংহ জানান, ‘‘২ বছর আগে ইউটিউব দেখে ড্রাগন চাষের চিন্তাভাবনা করি। বর্তমানে ভালই ফল ধরছে।’’ আর সেই ফল পাড়াতে এবং লোকাল বাজারে বিক্রয় করে আয় ও হচ্ছে বেশ। ড্রাগন চাষ করে লাভবান হতে পারে চাষিরাও। বাজারে এখন প্রতি কেজি ড্রাগন ফল পাইকারি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, অনেকেই এখন তার কাছ থেকে ড্রাগনের চারা সংগ্রহ করে নিজেরাই চাষাবাদ শুরু করেছে।
advertisement
অসিত বলেন, এই এলাকার মাটি ও আবহাওয়া ড্রাগন ফল চাষের উপযোগী ইউটিউবে এসব দেখে আমি উদ্বুদ্ধ হই। ২ বছর আগে পরীক্ষামূলক ভাবে কিছু ড্রাগনের চারা লাগিয়ে চাষ শুরু করি। চারা রোপণের এক বছর পর গত বছর ফল বিক্রি করেছি ।
এবছর প্রায় এক হাজার চারা ৫০-৭০ টাকা দরে বিক্রি করেছি । লাভের মুখ দেখায় বাণিজ্যিকভাবে চাষ শুরু করি। তিনি বলেন, এই সাফল্য দেখে চলতি বছর নিজের বাড়ির ছাদে প্রায় পাঁচ শো কলম চারা বেধেছি । আশা করছি এ বছর মোটা অঙ্কের মুনাফা হবে ।
advertisement
পিয়া গুপ্তা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2024 1:17 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Dragon Fruit: ফল নয়, এই গাছের চারা বিক্রি করেই মালামাল কলেজ পড়ুয়া! খুব সহজে চাষ করতে পারেন আপনিও